আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com
একটি কবিতা রচিত হবে
যে কবিতায় ধ্বনিত হবে-
শোষিতের আতর্নাদ।
তারই আলোড়ন শোভা পাচ্ছে আজ
কুলুকুলু কপোতাক্ষ-যমুনা-মেঘনায়।
ঊষার রেখা গগনে উঁকি দিতে না দিতেই-
পূবের হাওয়া অস্থির, চঞ্চল;
এ বার্তা যে পৌছুতেই হবে
মুক্তিকামী প্রতি বাঙালীর কর্ণকুহরে।
বুঝি তাই ঘাটের মাঝি, ফেরিওয়ালা,
চায়ের কাপে ঝড় তোলা সঞ্জয়,
কাঠফাটা রোদে ঘর্মক্লান্ত কৃষক, মজদুর,
মিলবে সবাই আজ উত্তাল মোহনায়।
একটি কবিতা রচিত হবে
তাইতো দাসত্ব শৃঙ্খলে পদপিষ্ট
বাঙালীর মনে আজ বিরাজমান উৎকন্ঠা;
আলোর পানে প্রাণপন ছুটে যাবার ব্যাত্যয়।
একটি কবিতা রচিত হবে
কবি তাই আলোর ঝান্ডা নিয়ে
দৃঢ়-বলিষ্ঠ পায়ে
উঠে আসবে জনতার মঞ্চে;
এ কবিতা যেন গগণভেদী হুংকারে
রক্তলোলুপ শাষকের করবে মুন্ডুপাত।
একটি কবিতা রচিত হবে
আর ঝিমিয়ে পরা বাঙালী নারী-যুবা,
মেতে উঠবে নব উন্মাদনায়-
আপন অস্তিত্বের সন্ধানে।
করবে শত্রুর মোকাবেলা সর্বস্ব দিয়ে,
আর গেয়ে উঠবে সমস্বরে সেই কালজয়ী গান-
-জয় বাংলা, বাংলার জয়।
--------------------শাহেদ
View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।