আমাদের কথা খুঁজে নিন

   

২৫শে ফেব্রুয়ারী এসে গেল, বিচার কি হবে না?

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

দিন যায় দিন আসে, কিন্তু আমরা কতদিন মনে রাখি, কতদিন? দেখতে দেখতে চলে আসছে সেই কালো দিন ২৫শে ফেব্রুয়ারী। যে মাস গত বছরেও শুধু ছিলো ভাষার মাস, গৌরবের মাস, সেই মাস এবার থেকে লেখা হয়ে থাকবে কিছু বীর সেনানী ভাইদের হারানোর মাস। যে দিন বাংলা মায়ের কিছু দামাল সন্তানরা অসহায়ের মত খুন হয়। কিছু স্বার্থবাদী কুচক্রি মহলের দ্বারা এই জঘন্য হত্যাকান্ডের জট এখনও খুলেনি, বরং রাজনীতির মলাটে বন্দি। আফসোস লাগে আমাদের জননেতা-নেত্রীদেরকে নিয়ে, যারা সবকিছুকেই রাজনীতির মলাটে আবদ্ধ করেন, মানবতার চশমা খুলে রাজনীতির সানগ্লাস পড়েন। এদেশে কি সেদিন আসবে না, যেদিন সকল ধরনের বিচার রাজনীতির উর্ধ্বে রেখে নিরপেক্ষভাবে বিচার হবে, তদন্ত হবে। সেদিন কি আসবে না, যেদিন সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে এক টেবিলে বসে, সব সমাধান সমস্যার সমাধানে বসবে? সেদিন কি আসবে না, যেদিন ছাত্ররাজনীতির ভয়াল থাবার আর কোন মা সন্তানহারা হবে না? সেদিন কি আসবে যে দিন বাংলাদেশের সকল মানুষ শুধু বাংলাদেশের মঙ্গল নিয়েই ভাববে? সেদিন কি আসবে যেদিন থেকে সকল ছাত্ররা রাজনীতি কলুষতা থেকে মুক্ত হয়ে দেশ ও জনমত গঠনে একতাবদ্ধ হবে? হয়ত এটা আমার দিবাস্বপ্ন, কিন্তু মানুষ আগেতো স্বপ্ন দেখে এরপর টা বাস্তবে কামনা করে, আমিও না হয় স্বপ্ন দিয়েই শুরু করলাম। ২৫শে ফেব্রুয়ারী ২০০৯ এ নিহত সকল বীর সেনানীদের রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তাঁদেক বেহেশত নসীব করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.