আমি সত্য কথাই বলি.....যত কঠিনই হোক...
স্বাধীনতার পর থেকেই নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠেছে জামাত-শিবির। ক্রমান্বয়ে শক্তি অর্জণ করেছে। বিত্তে বৈভবে বেড়ে উঠেছে। শত শত ব্যাংক,বীমা,ব্যবসা প্রতিষ্ঠান,কোটিং সেন্টার করেছে। বছরের অন্ততঃ কয়েক হাজার কোটি টাকার ব্যবসা জামাতের।
বিষয়টি হয়তা জামাত শিবিরের জন্য আন্দন্দের বা স্বস্তির। কিন্তু বাস্তবতা ভিন্ন । আদর্শভিত্তিক দল ( আদর্শ যাই হোক না কেনো) যখণ বেনিয়া মনোবৃত্তিতে জড়িয়ে পড়ে তখন তাদের বিপ্লবী চেতনায় বাণিজ্যিক বোধ চলে আসে।
এখন যারা শিবির করে ( আমার পরিচিত যারা আছে) সবার মধ্যেই একটা বিশ্বাস,শিবির করলে চাকরী বা ব্যবসা নিশ্চিত। তাহলে আদর্শিক বোধটা কোথায়।
সুতরাং শিবির করেই যে ছেলেটা কোটি টাকা নাড়াচ্ছে,তাকে দিয়ে বিপ্লব হবেনা।
..................ছাত্রলীগ বা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের চেয়েও অর্থবিত্তে শক্তিশালী শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতারা। অর্থাৎ একই পথে দাঁড়িয়ে তারা। তাহলে ছাত্রলীগ-ছাত্রদল এর সাথে শিবিরের পার্থক্য কোথায়??...কেনই বা একটা ছেলে কেবলমাত্র আদর্শর জন্য শিবির করবে ???
------------------------------------------সুতরাং জামাতী ভাইদের কথিত ইসলামী বিপ্লব বা ক্ষমতায় যাওয়া সুদূর পরাহত। দূর অস্ত।
মাথায় টাকা ঢুকে গেলে বিপ্লব ঢুকড়ে কাঁদে !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।