আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম ও মুসলমানদের দূর্দিনে সবাইকে কুরআন-সুন্নাহর উপর মজবুত হতে হবে



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও লংমার্চ নেতা মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বর্তমান সময়ে ইসলাম ও মুসলমানদের অত্যন্ত দূর্দিন চলছে। ইসলাম ও মুসলমানদেরকে নিশ্চি‎হ্ন করতে তাবৎ খোদাদ্রোহী শক্তি উঠে পড়ে লেগেছে। একদিকে ইসলামী শিা ব্যবস্থার তুলে দেয়ার চক্রান্ত অন্যদিকে ইসলামী রাজনীতি নিষিদ্ধের পাঁয়তারা। সবমিলে ইসলাম ও মুসলমানদের দূর্দিন চলছে। এমতাবস্থায় সকলকে কুরআন-সুন্নাহর ওপর মজবুত হতে হবে।

ওরা ইসলামকে ধ্বংস করতে চায় আর আমরা ইসলামের ওপর মজবুত হতে পারলে ওদের ষড়যন্ত্র নস্যাৎ হবে। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মভিত্তিক রাজনীতি চালু থাকলেও সরকার ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধের চক্রান্তে মেতে উঠেছে। মুসলিম প্রধান দেশ হিসেবে ইসলামই হওয়া উচিত এদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অথচ তা না করে মুসলমানদের স্বার্থবিরোধী ইসলামী রাজনীতি নিষিদ্ধের চক্রান্ত কার স্বার্থে? তা দেশবাসী জানতে চায়। আজ বিকালে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সম্মেলনে বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমে দ্বীন ও মুফাসসিরে হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা আবদুল কাদিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পীর সাহেব চরমোনাই বলেন, সরকার দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে উদ্দেশ্য প্রণোনিতভাবে সুপ্রিম কোর্টের এফিলেট ডিভিশনে দায়ের করা আপিল মামলা প্রত্যাহার ইসলামী রাজনীতি বন্ধ করতে চাইলে মতাসীনদের পতন অনিবার্য। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ অনাকাংখিত এবং চিরায়ত ইসলামী মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি এবং এই উদ্যোগ মুসলমানদের লালিত ও ধারণকৃত তৌহিদবাদী আক্বিদার চিরন্তন চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.