আমাদের কথা খুঁজে নিন

   

মানববন্ধন কর্মসূচিতে সমাজকল্যাণ মন্ত্রীর প্রতি হুশিয়ারী

সত্য অনেক সময় মিথ্যার আরালে লুকিয়ে যায় তবে সেটা হয় ক্ষণিকের।

বানিয়াচঙ্গে পুনরায় এরশাদ উচ্চ বিদ্যালয় করার ঘোষণা না দিলে দুর্বার আন্দোলন বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উৎসবকে সামনে রেখে বিদ্যালয়ের পূর্বের নাম ‘হুসেইন মুহম্মদ এরশাদ উচ্চ বিদ্যালয়’ পুনঃপ্রবর্তনের দাবিতে গতকাল শুক্রবার বানিয়াচং সদরে দীর্ঘ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বিকাল ৫টায় স'ানীয় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচীর আয়োজন করে নব গঠিত ‘হুসেইন মুহম্মদ এরশাদ উচ্চ বিদ্যালয় নামকরণ বাস-বায়ন কমিটি’। আধা ঘন্টার এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করে। এতে নামকরণ বাস-বায়ন কমিটির আহবায়ক গৌরাঙ্গ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মকদুজ্জামান খান, আঙ্গুর মিয়া, পিয়ানুর আহমেদ হাসান, হারুন-অর-রশিদ, বিপ্লব চন্দ্র দেব, জামাল আহমেদ, শহীদুর রহমান সবুজ, আতাউর রহমান মিলন, এনায়েত হোসেন, কাউছার আহমেদ, সৌরভ কুমার দেব, আশরাফুল হক সুনু, সুমন ঠাকুর, জোবায়ের আহমেদ, সাগর আহমেদ, জাহাঙ্গীর মিয়া, মোস-াক আহমেদ, হবিব মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি বানিয়াচংবাসীর অকৃত্রিম ভালবাসার নিদর্শন স্বরূপ এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল ‘হুসেইন মুহাম্মদ এরশাদ উচ্চ বিদ্যালয়’। পল্লীবন্ধুও বানিয়াচংবাসীর ভালবাসার প্রতি সম্মান জানিয়ে তাদের অনুরোধে সাড়া দিয়ে ১৯৮৫ সালের ২৪ জানুয়ারী বানিয়াচং এসে নবপ্রতিষ্ঠিত হুসেইন মুহম্মদ এরশাদ উচ্চ বিদ্যালয়ের নামফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন এবং তাৎক্ষণিক বিদ্যালয়টি এমপিওভূক্তির ঘোষণা দেন। একই সাথে এলাকার অপর দু’টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এল আর হাইস্কুল ও বালিকা স্কুল সরকারীকরণ করেন। এছাড়াও তিনি পর্যায়ক্রমে এ উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন কাজ করেন যার সামান্যতম পরিমাণ কাজও পরবর্তী সরকারগুলোর আমলে হয়নি। অথচ বিএনপি ক্ষমতায় এসে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ১৯৯১ সালে এলাকাবাসীর আবেগ-অনুভূতিতে আঘাত হেনে হুসেইন মুহম্মদ এরশাদ উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় নামকরণ করে।

কিন' দুঃখজনক ঘটনা হলো জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট গঠন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসে গত এক বছরেও পূর্বের নাম পুনঃপ্রর্বতন করার উদ্যোগ নেয়নি। বক্তারা বিদ্যালয়ের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস-ফা শহীদ এমপির প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অনুষ্ঠানে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম পুনরায় হুসেইন মুহম্মদ এরশাদ উচ্চ বিদ্যালয় করার ঘোষণা না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সংগ্রহ দিনিক খোয়াই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।