না না ব্লগার ভাইসব শিরোনাম দেখে উওেজিত হবেন না এই শিরোনাম আপনাদের উদ্দেশে না ।
আসেন এইবার একটু বিস্তারিত আলোচনায় যাই
এই সামহোয়ারইন ব্লগে এসে আমি দুইখানা ইউনিক শব্দের সাথে পরিচিতো হওয়ার সৌভাগ্য অর্জন করেছি
১.লুল - এর অর্থ হলো যে সব বালক ব্লগে আাগতো বালিকাদের দেখে জিহবার লোল আটকাতে পারেনা সেই বালকদের উদ্দেশে এই সুন্দর শব্দটি ব্যবহার করা হয়।
২.ছাগু - এর অর্থ হলো য়ারা মানুষ হয়েও ছাগলের মত কমেন্ট করে।
যাইহোক দুটাই অতি সুন্দর শব্দ
আজ থেকে ৮-৯ মাস আাগে এই ব্লগে আমি এক অধম একটা একাউন্ট খুলেছিলাম তখনো যানতাম না যে সামহোয়ারইন ব্লগে এসে এই দিন দেখতে হবে
সামহোয়ারইন ব্লগের নিয়ম কানোন পড়েছি এখন আমি জানতে চাই এই নিয়ম কি শুধু ছেলে ব্লগার এর জন্যই নাকি একজন মেয়ে ব্লগার এর জন্যও ঐ একই নিয়ম প্রযোজ্য ?? উওর দিন... প্রশ্নটা আমি এই ব্লগের মডারেটরদের করছি..
এই প্রশ্নটা করার কারন এখনই বলছি....আজ থেকে কয়েক সাপ্তাহ আগে এক মেয়ে ব্লগার এর পোষ্ট দেখলাম প্রথম পেইজে... তার পোষ্টে লিখা ছিলো ৪৮ ঘন্টার ভিতর তার বানানো একাউন্ট থেকে সে প্রথম পেইজে লেখার সুযোগ পেয়েছে বলে সে আনন্দিতো...এখন আশাকরি নিবোর্ধ এর মতো সেই মেয়ে ব্লগার এর নাম ঠিকানা আমাকে জিজ্জেস করে বসবেননা...আপনারাই খুজে দেখেন...
আমার প্রশ্ন খারাপ কথা কি শুধু ছেলেরাই বলে? মেয়েরা বলেনা? এক মেয়ে ব্লগারকে দেখলাম বিভিন্ন ইসলামিক পোষ্টে তার আজেবাজে কথা এবং গালি-গালাজ ...যদিও পরে সেই কমেন্ট ডিলিট...কিন্তু সেই মেয়ে এখনো ব্লগে আছে কি ভাবে?? আপনারা অজুহাত দেখিয়ে নতুন আসা ছেলে ব্লগারদের প্রথম পেইজে বা কমেন্ট লেখতে দেননা...অথচো আমার নিকটা যদি মেয়ের হতো এবং একটা মেয়ের ছবি লাগিয়ে দিয়ে প্রতারনার আশ্রয় নিতাম তাহলে হয়তো ৮-৯ মাস না ৮-৯ ঘন্টার ভিতর আমাকে লিখতে দিতেন....আজকাল আরেকটা ব্যপার লক্ষ করছি আর সেটা হলো নতুন আসা ছেলে ব্লগাররা এখন মেয়ের নিক দিয়ে সামুতে লেখা-লেখি করে...এখন প্রশ্ন করবেন কি ভাবে বুঝলাম আর উওর হলো ওদের পোষ্ঠ দেখলে একটা গাধাও বলে দিতে পারবে ওটা ছেলে না মেয়ে...আর এ জন্য দায়ি হলেন সামুর মডারেটররা...
এখন অবস্হা যা দেখতে পাচ্ছি এই ব্লগে কিছু লুল ব্লগার আছে তাতে আমার কনো সমস্যা নেই কিন্তু আমার সমস্যা হয় যখন দেখি সামুর লুল ব্লগারদের চাইতেও বড় লুল হলো সামুর মডারেটররা তখনই খুব খারাপ লাগে...নৈতিক ভাবে যে আমরা বাঙালি জাতি অধপতিতো সেইটাতো আমি আগেই জানতাম কিন্তু ইন্টারনেটে এসেও যে এই জাতির অধপতনের চিএ এভাবে দেখতে হবে সেইটা একদমই আশা করিনাই
যাইহোক এই পোষ্ট দেখে হয়তো সামুর লুল মডারেটররা আমাকে ডিলিট করবেন কিন্তু বলে রাখি i dont give a shit ...কারন যে ব্লগের মডারেটররাই লুল তারা আমাদের কে ভবিষ্যতে কি ভালো কাজ করে দেখাবে আমি সন্ধিহান
আর কিছু বলার নেই আমার শেষ কথা হলো এই পোষ্ট ডিলিট না করা পর্যন্ত আমি থাকবো...আর যদি ডিলিট করে দেন তাহলে একটা মেয়ের নাম দিয়া সামুতে একাউন্ট বানাবো আর এই অন্যায় কাজটা করতে আপনারাই আমাকে বাধ্য করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।