আমাদের কথা খুঁজে নিন

   

লুলদের জন্য ছড়া

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

লুল ভাইয়েরা জায়গা চিনিস যেথায় সেথায় লুলাস না কোনডামাইয়া কোনডা পোলা হেইডারে কেউ গুলাস না বলগখানা বড়ই আজীব মানুষ চেনা খুবই দায় প্রোফাইলে যার চুইট মাইয়া হয়ত সে এক মর্দা হায় এবং যত লুল আপিরা পিক দেখিয়াই ভুলিস না যাচাই-বাছাই করিয়া লইস মনটাকে তোর খুলিস না যেমন দেখায় তেমন যদি হইত এরা সত্যি সব লুলেরা সব লুলান থুয়ে সাজত সাধূ, করত জপ আমার কথায় অনেক লুলই হইপে জানি নাখোশ খুপ হোকনা তবু- দায়িত্ব যে পারচি নাতো থাকতে চুপ মাইনাচের জোয়ার এলেও সত্য কথা বলতে ছাই যে বুঝিবেন সে শিখিবেন না বুঝিলে আমি নাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.