প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
;;;;;;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;
;;;;;;
;;
সাহস করে সাপের লেজে পা ফেলেছি শেষরাতে
বিলাসীর শেষ বিলাপে অন্তিমযাত্রা
মরা ধানেও থাকে আগামীর শুটকিপাতা ঝাড়
কান্নার রঙ ছুয়ে নির্ভয়ে অন্যমাত্রা
আমরা সময় কে চিনতে পারি নি
লাশকাটা বরফ ঘরে ডোমের চাদরে জমেছিলো কুয়াশা
দুর থেকে জীবনবাবুর চরণ স্মরণে ঘরে ফিরেছি
পেছনে জোছনারঙ শেয়ালের খাদ্য হলো চিতার ছাই
ডোম ঘরে ফেরে। আমরা ও ফিরি। শুধু শেয়াল আর চাঁদ ফেরে না।
নতজানু হতে হতে নুয়ে পড়ে পতিতাসময়
একেকটা বীর্যে একেকটা কান্না ভর করে
আমরা নতুন চাষী। চাষ জানি।
শুধু ফসল জানি না।
তার বুকে শুকিয়ে যায় উষ্ণতার স্বপ্ন
ঝিম মেরে পড়ে থাকি আমরা ও সময়
দুরের রেলস্টেশানে
চুপিচুপি প্রবেশ করে অচেনা রেলযান
বুকের ভেতর তার হিংস্র আগন্তুক
আর আমাদের
বুকের পাঁজরে প্রতিদিন ছিনতাই হয় রোদ।
তারপর আমরা ঝিমোতে থাকি পরের জন্মের জন্য।
;;
;;;;;;
;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;
--------------------------------------------------------------------------
উৎসর্গঃমুশরাই। খুব কাছের বন্ধু।
সুসময়ে নয়,দুঃসময়ের। আজ তার জন্মদিন।
তার রোদ ও ছিনতাই হয়ে গেছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।