আমাদের কথা খুঁজে নিন

   

নিম্নমানের বীজ ব্যবহারে প্রতারিত হচ্ছে কৃষক

সত্যেই হোক মোদের লক্ষ্য

দেশে ব্যবহৃত বীজ আলু ৯৫ ভাগই মানসম্মত নয় শুধু, উৎপাদনও কম। ফলে নিম্নমানের বীজ ব্যবহারে প্রতারিত হচ্ছে কৃষক। এই পরিসি'তিতে কৃষকদের জন্য উন্নতমানের বীজ তৈরি করেছে ঠাকুরগাঁওয়ের পিএইচপিএগ্রো প্রোডাক্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। পরীক্ষা নিরীক্ষার জন্য বি.এ.ডি.সি খামারগুলোতে মোট চাহিদার শতকরা যে পাঁচ ভাগ উৎপাদিত হয়, তাও কৃষকদের জন্য নয়। অন্যদিকে স্থানীয়ভাবে উৎপাদিত বীজ অধিকাংশ ক্ষেত্রে মানসম্মত না হওয়ায় কাঙ্ক্ষিত ফসল পায়না কৃষক। অনেক সময় উৎপাদনে বিপর্যয়ের ঘটনাও ঘটে। এ পরিসি'তিতে সরাসরি কৃষকদের হাতে বীজ তুলে দেয়ার উদ্যোগ নিয়েছে পিএইচপিএগ্রো প্রোডাক্টস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। গত বছর হল্যান্ড থেকে ছাব্বিশ মেট্রিকটন লেডি রোজেটার আলু আমদানির পর এবার পরীক্ষামূলকভাবে সফল হওয়াতে আগামী রবিমৌসুমে উচ্চ ফলনশীল এই বীজআলু কৃষকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.