কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
আমাদের নগর জীবনের গুরুত্বপুর্ন বাহন রিক্সা এবং সাইকেল। এই দুটি বাহনের যন্ত্রাংশ সহজলভ্য ও টেকসই হওয়ার কথা ছিল। কিন্তু নকলের ভীড়ে এখন এই দুটি বাহনের ভালো যন্ত্রাংশের পাওয়া যাচ্ছে না।
একটা সময় চায়নার কে ডব্লিউ এবং ভারতের হিরো কোম্পানীর যন্ত্রাংশ ছিল মজবুত এবং টেকসই। বর্তমানে কে ডব্লি উ চোখে দেখা যায় না ।
হিরো এখন জিরো হয়ে গেছে। দেশেই তৈরী হচ্ছে নকল হিরো। একমাস যেতে না যেতেই মরিচা ধরে নষ্ট হয়ে যায় তার যন্ত্রাংশ। রিক্সার ড্রাইভাররা এই যন্ত্রের উপর ভরসা রাখতে পারছে না। একটা রিক্সা তৈরীতে খরছ হয় প্রায় ১২'হাজার টাকা কিন্তু নিম্নমানের যন্ত্রাংশের কারনে এই রিক্সা শ্রমিকরা খুব কঠিন শ্রম দিয়েও তারা এর দাম এবং রক্ষনা বেক্ষনর কারনে সাংঘাতিক ক্ষতির সম্মুখিন হয়।
দুইজন আরোহী টেনে নিতে পারে না । এই রিক্সা শ্রমিকদের স্থাস্থ্য মারাত্বক হুমকির সম্মুখিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।