লাজুক প্রকৃতির অসভ্য বালিকা
ছাত্ররাজনীতির সাথে শিক্ষাঙ্গনের সাথে একটি সখ্যতা রয়েছে। কিন্তু বর্তমানে শিক্ষাঙ্গনকে ছাত্ররাজনীতি কলুষিত করে ফেলেছে। সুষ্ঠু ধারার কোনো রাজনীতি না থাকায় শিক্ষাঙ্গনগুলো প্রতিনিয়ত হয়ে উঠছে উত্তপ্ত। এতে নানাভাবে দূর্ভোগের শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বর্তমানে প্রতিটি ক্যাম্পাসে সরকার দলীয় ছাত্রসংগঠনের নেতাকর্মীরা তাদের আধিপাত্য বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে।
এতে বিরোধীদলীয় নেতাকর্মীদের সাথে সংঘাত হচ্ছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রতিটি ক্যাম্পাসে সরকার দলীয় ছাত্রসংগঠন গুলোর নেতাকর্মীরা দু'গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের আধিপাত্য বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু কোনো পক্ষ ছাড় দিতে নারাজ্। নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে। এতে ক্যাম্পাসে রক্তপাতের ঘটনা ঘটছে।
আর সেটা আমাদের দেশের দলপতিরা হা করে চেয়ে চেয়ে দেখছে। তবে তারা একটা জিনিস ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে। তাহলো একজনের দোষ অন্যের উপরে চাপিয়ে দেয়া। উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতে বেশ পারতেছে। এটি আসলে আমাদের শিক্ষাব্যবস্থার ত্রুটি নাকি আমাদের নিজেদের প্রতিহিংসার রাজনীতি।
আমরা যারা এসব করছি তারা মনে হয় বুঝে করছি, না ,না বুঝে করছি সেটা আমরা আসলেই বুঝছি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।