একজন মৃত কবি
আষাড়ে আখির দুকূল উপচে উঠে বেনো জলে
স্রোতের ছুরি কেটে যায় বুকের জনপদ
পৌষের রাতভর গাল বেয়ে টপ টপ শিশিরে
হ্ঋদয়ের বাড়িঘর সব ভিজে একাকার
পুবের পর্বত ফুঁড়ে ভোরের বরুন হয়ে এসো বন্ধু
নরম রোদের আদরে মুছে যাক রাত্রির গ্লানি।
পুড়ে সিগারেট রাতভর ধুক ধুক পুড়ে বুক
চৈতালি হাওয়ায় চৌচির জীবনের পথঘাট
চাতক আমি তাই জল হয়ে এসো :
বৃষ্টি দাও বৃষ্টি দাও ।
হলুদ পাতার মত বিবর্ন জীবন, এসো
ঘড়ির কাঁটা থেমে গেছে সেই কবে, এসো
দিনগুলো ডুবে গেছে রাতের নদীতে, এসো
নর্দমায় ভাসে জীবনের লাশ, এসো
সকাল দুপুর বিকেল রাত্রি হয়ে এসো
ষড়ঋতুর বৈচিত্র হয়ে এসো
এসো প্রিয় এসো .....
আমি এখনো অপেক্ষায় আছি
ভালোবাসা ছেড়ে পালাবে কোথায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।