আমাদের কথা খুঁজে নিন

   

একটি বিশেষ শ্রেনীর নারীদের জন্যঃ

উপরে যা লিখছি, এটাই শিরোনাম। আপাতত আর কিছু বলার নাই! এই যে ম্যাডাম, হ্যা আপনাকেই বলছি। আজ কি জানেন তো? না না হিন্দি চ্যানেলগুলোর পারিবারিক কলোহ নির্ভর কোন সিরিয়ালের মেগা এপিসোড এর কথা আমি বলছি না। আজ ২১শে ফেব্রুয়ারী, আন্তর্যাতিক মাতৃভাষা দিবস। মূলত এই বিষয়ে দু'চারটি কথা আপনাকে শোনাতে চাই।

এই বিশ্বায়নের যুগে আমি কখনওই হিন্দি চ্যানেলগুলো বন্ধের জোরালো দাবি তুলবো না, আর সেটা খুব একটা যৌক্তিকও নয়। তাছাড়া আমি কেন, আপনাদের প্রানের চেয়ে প্রিয় শাহরুখ সালমান কিংবা জন আব্রাহামের মতো দু'চারশ স্বপ্নের নায়ক এসে আপনাদের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করলেও আপনারা ওইসব থার্ড-ক্লাস হিন্দি সিরিয়াল দেখা যে ছাড়বেন না সেটা আমি অনেক আগেই বুঝে গেছি। হিন্দি সিরিয়াল দেখেন, সমস্যা নাই। সিরিয়ালের চরিত্রগুলোর মতো ট্রিপল লেয়ার সাজ-গোজ করে বের হন, সেটাতেও আমার কোন সমস্যা নেই। পারিবারিক কূটনামি শিখে সেগুলো নিজেদের পরিবারের মধ্যে প্রয়োগ করলেও আমার কিছু যায় আসে না, কারন আল্লাহর অশেষ মেহেরবাণী আপনারা কেউ আমার ঘরের বউ কিংবা বোন নন।

একজন বাঙ্গালি হিসাবে আমার অনেক কিছু এসে যায় যখন, আপনি ভেন্ডি (দুঃখিত ট্রেন্ডি) হতে গিয়ে কারনে অকারনে ঢং করে হিন্দি আউড়াতে থাকেন। আজ ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরেও অনেককে দেখছি হিন্দিতে ফেসবুক স্ট্যাটাস আপডেট দিচ্ছেন। আজ একুশে বই মেলায় গিয়ে আমার পাশেই হাটতে থাকা তিনটা মেয়েকে দেখলাম হিন্দিতে ঢং করে কথা বলতে বলতে যাচ্ছে, যার মধ্যে বাংলা শোনা যাচ্ছিলো দু'একটা। বাংলা বললে কি খুব পিছিয়ে পড়বেন আপনি? নাকি কথায় কথায় হিন্দি বলে আপনি অনেকটা এগিয়ে গেলেন? খুব জানতে ইচ্ছে করে। অনেকে তো আবার ফেসবুকে ল্যাঙ্গুয়েজের জায়গায় হিন্দি, ইংলিশ, উর্দু দিয়ে রেখেছেন; বাংলা দিতে কি লজ্জা লাগে? নাকি ব্যাপারটা খুব গেঁয়ে গেঁয়ে হয়ে যায়? নিজেরা তো নিজেদের অস্তিত্ব বিলীন করে ফেলেছেন অনেক আগেই, অন্তত ছোট ভাই-বোন কিংবা বাচ্চাদের অস্তিত্বটুকুও নিজেদের মতো বিলীন করে ফেলবেন না প্লিজ।

এদেরকে রেহায় দিন। আজকের যেই আন্তর্যাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে পালিত হয় সেটা অর্জন করতে অনেকগুলো তাজা প্রানকে অকালেই ঝরে পড়তে হয়েছিলো। অনেক নিপীড়ন নির্যাতন বৈশম্য সহ্য করে, অনেক আন্দোলন করে আমরা আমাদের প্রানের ভাষা "বাংলা" কে পেয়েছি। দয়া করে এই ভাষাটির প্রতি একটু শ্রদ্ধাশীল হোন। 'একটু' কথাটা উল্লেখ করলাম, কারন আপনাদের কাছ থেকে হৃদয় নিংড়ানো সবটুকু শ্রদ্ধা আশা করা যায় না।

অন্তত ভাষার মাস ফেব্রুয়ারীর এই কয়টা দিন হিন্দি বলা একটু বন্ধ রাখুন, হিন্দিতে স্ট্যাটাস আপডেট দেয়া থেকে বিরত থাকুন, চেষ্টা করুন আপনার সন্তান কিংবা ছোট ভাই-বোনকে ডোরেমন সংস্কৃতি থেকে বের করে আনতে। বাংলা সংস্কৃতি চেনান, জানান। আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য অনেক সমৃদ্ধ - বিশ্বাস করুন। আমার ভাষা বাংলাকে নিয়ে আমি অনেক গর্বিত, আপনিও গর্বিত হতে শিখুন। সবাইকে আন্তর্যাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.