আমাদের কথা খুঁজে নিন

   

যাওয়া আসা

Why So Serious

জীবন শেষ হয় না নিঃশ্বাস ত্যাগ করলেই কারন পিছুটানে তাকে ফিরে আসতে হয় আসতে হয় সাঝরে বেলায় বাঁশির সুর হয়ে আকাশের শেষ রাতের নীল ধ্রুব তারা হয়ে নদীর কালো অস্বচ্ছ জল হয়ে,ভয়ঙ্কর রূপে অমাবস্যা আর পূর্ণিমার আবছা আলো হয়ে পুকুরের লাল টুকটুকে পদ্ম হয়ে গোধুলীর রং আর পাখির গান হয়ে। শীতে কুয়াশায় জড়ানো চাদর হয়ে বাবার গড়া ফুলের বাগান হয়ে ভাইয়ের খেলার সবুজ মাঠ হয়ে গ্রীষ্মের ধূ ধূ প্রান্তর হয়ে কবির যত্নে লেখা কবিতা হয়ে প্রমিকার যত্নে লেখা কবিতা হয়ে প্রেমিকার অকৃতিম ভালোবাসা হয়ে আসতে হয় সমুদ্রতীরে গাঙচিল হয়ে কৃষকের সবুজ ধানক্ষেতের দখিনা বাতাস হয়ে আসতে হয় প্রেমিকের চোখের স্বপ্ন মিটাতে মানুষের ভালবাসা পেতে,মানুষকে ভালবাসা দিতে জীবন শেষহেয়ে গেলেও আশা ফুরায় না আর আশা না ফুরালে জীবনও শেষ হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.