আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র মৈত্রীর নেতা সানি হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালিত

সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।

ছাত্র মৈত্রীর নেতা সানি হত্যার প্রতিবাদে ৯ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্র মৈত্রীর রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট শাখার সহ সভাপতি রেজাউল ইসলাম চৌধুরী সানি নিহত এবং ঐ শাখার সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল ও সহ সভাপতি শেরাফত আলী খান বুলবুল আহত হবার প্রতিবাদের অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় মধূর ক্যান্টিন থেকে মিছিলটি শু্রু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে মিলিত হয়। ছাত্র মৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, ছাত্র সমিতির আহ্বায়ক টিএইচএম টুটুল ও বাংলাদেশ ছাত্র আন্দোলনের সহ সভাপতি তারা শংকর তালুকদার।

ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি উজ্জ্বল কুণ্ডু, সহ সাধারণ সম্পাদক শামীমা সুলতানা শাওন, আন্তর্জাতিক সম্পাদক নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তানভীর রুসমত, ঢাকা মহানগর সভাপতি মনোয়ার হোসেন জুয়েল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রফিকুল ইসলাম জাহিদ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র মৈত্রীর সংগ্রামের বীর সেনা শহীদ রেজাউল ইসলাম সানিকে হত্যা করার পর আবার তার লাশ ছিনিয়ে নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালিয়েছে যুবলীগের সন্ত্রাসীরা। নেতৃবৃন্দ বলেন, ছাত্র মৈত্রীর কর্মীদের প্রতিরোধের মুখে তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়। এ কাজে ব্যর্থ হয়ে তারা শহীদ সানির অসহায় পিতাকে দিয়ে সানির সাথেই ছাত্রলীগের হাতে আহত ছাত্র মৈত্রীর নেতা জুয়েল ও বুলবুলকে আসামী করে মামলা করানোর জন্য চাপ প্রয়োগ করে। স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে তাও ব্যর্থ হয়।

নেতৃবৃন্দ জানান, খুনী নিজামসহ সন্ত্রাসীদের সংগঠন থেকে বহিষ্কার করলেও তাদের গ্রেফতার বা বিচারের ব্যাপারে ছাত্রলীগ কোন মনত্মব্য করে নি। অবিলম্বে শহীদ সানির খুনীদের গ্রেফতার ও বিচার না করলে ছাত্র মৈত্রী এদেশের সকল প্রগতিশীল সংগঠনকে সাথে নিয়ে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবে। সমাবেশ থেকে ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে তিন দিনের শোক কর্মসূচী পালনের ঘোষণা করা হয়েছে। নেতৃবৃন্দ আহতদের সম্পর্কে জানান, ৭ জানুয়ারি ছাত্রলীগের হামলায় আহত ছাত্র মৈত্রী রাজশাহী পলিটেকনিক শাখার সহ সভাপতি শেরাফত আলী খান বুলবুলের অবস্থা এখনো আশংকাজনক। তাকে রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

৭ জানুয়ারি রাতে তার মাথায় জটিল অস্ত্রোপচার করা হয়। তাকে এখনো হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে। এখনো তার সংজ্ঞা ফেরেনি। ওই হামলায় আহত ছাত্র মৈত্রীর পলিটেকনিক শাখা সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলও এখনো বিপদমুক্ত নয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.