আমাদের কথা খুঁজে নিন

   

আমি লোভী নই…তবুও আজকাল

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!
আমি লোভী নই: তবুও আজকাল মাঝে মধ্যেই লোভ আসে সুচতুর জোয়ারের মতন বুকের মধ্যে দীর্ঘ বছরের জমানো লোভেরা বেড়ে উঠে বিকেলে বৃক্ষের ছায়ার মতো দীর্ঘতর হয় জ্যামিতিক হারে। আজকাল খুব ইচ্ছে করে কৈশোরের যুক্তিহীনতায় ফিরে গিয়ে চোখে রাখি রঙিন চশমা ঠোঁটে মৃদ্যু গুঁজে দেই সাদা সিগারেট তারপর উদ্ধত ভঙ্গিতে হেটে যেতে আঙুলে চিরুণী চালাই চুলে। আমার ভদ্রলোকের কাপুরুষ মুখোশ খুলে ফেলে রাস্তায় আজকাল কেবল মানুষ দেখবার প্রবল ইচ্ছে হয় দাঁড়িয়ে নারী,প্রেম,সম্পর্ক আর হাল ফ্যাশনের সিনেমা ইত্যাদি ইচ্ছে করে সেসব নিয়ে তর্কে মাতি মূর্খ আড্ডায়। আজকাল খুব লোভ হয় আমার নিজস্ব নারী এসে আমাকে জড়িয়ে রাখুক বুকের মধ্যে,আঁচল দিয়ে বেঁধে রাখুক মায়ার ঘোরে,একান্ত প্রেম সম্মোহনে আমার কপালে চুমু খাক গভীর মমতায়! একটা একান্ত আপন প্রিয় পাপ করবার ইচ্ছেটাকে শৃঙ্খলহীন করে দিয়ে মানুষ হবার লোভও করি তবুও অবশেষে আমার বিষাদগ্রস্থ মুখ দেখে আয়নায় আমি নির্মম স্বান্তনা খুঁজি-আমি লোভী নই!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.