'লোভী এবং অসৎ না হওয়ার জন্য আমি নিজেকে নিয়ে গর্বিত।' এমন উক্তি করেছিলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু চলতি মাসে মুক্তি পাওয়া 'কুইন' ছবির সাফল্যের পর হঠাৎ করেই দর বাড়িয়ে দিয়েছেন এ তারকা অভিনেত্রী। সুজয় ঘোষের 'দুর্গা রানী সিং' ছবিতে বিদ্যা বালান কাজ করতে রাজি না হওয়ায় ছবিটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কঙ্গনা। কিন্তু ছবিটিতে অভিনয়ের পারিশ্রমিক বাবদ তিনি সাড়ে তিন কোটি থেকে চার কোটি রুপি দাবি করেছেন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, কঙ্গনা খুব ভালো করেই বুঝতে পারছেন বলিউডে তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আর তাই তার দর বাড়িয়ে দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।