রঙ্গিলা বন্ধুরে....... i_mahmud2008@yahoo.com
লবিং করে পদ পেলেও নেতা হওয়া যায় না
-বিএনপির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক খালেদা রব্বানী
ইসমাইল মাহমুদ
বিএনপির নবনির্বাচিত কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক বেগম খালেদা রব্বানী বলেছেন,সরকারদলের কিছু লোকই বিএনপির কোন্দল উস্কে দিচ্ছে। এ সরকার এক বছরে ঘড়ির কাটা আগানো পেছানো ছাড়া আর কিছুই করতে পারেনি।
তিনি আরো বলেন,আমি আমার দীর্ঘ জীবনে পদ পদবির জন্য কারো কাছে যাইনি। এবারও কমিটিতে স্থান পেতে একবারের জন্য লবিং করিনি। লবিং করে পদ পেলেও নেতা হওয়া যায় না।
চেয়ারপারসনের সাথেও বিএনপির জাতীয় সম্মেলনের পর দেখা করিনি।
বিএনপির প্রতিষ্ঠার শুরু থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হই। ৭৯-র সংসদেও এমপি ছিলাম। প্রায় দুই দশক এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। জীবনের যৌবন আর তারুন্যের দিনগুলো কেটে গেছে বিএনপির জন্য।
আজ জীবনের এ পর্যায়ে এসে দলের কাছে চাওয়ার কিংবা পাওয়ার কিছু নেই। এখন আমার কাছে বিএনপি আমার সন্তানের মতো। আমৃত্যু দলের জন্যই কাজ করে যাব। গতকাল মৌলভীবাজারে নিজ বাসায় এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি একথাগুলো বলেন।
০১৭১৫১৭১৯৫০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।