আ মা র আ মি
আমি বহুদিন ঠিকানা বিহীন,
প্রিয় তুমি রয়ে গেছো ঘরের ঠিকানায়।
আমি খুঁজি ধুলায়,
কে আমারে ভুলায়,
রয়ে গেছি অবহেলায়, আজও অজানায়।
আমি বহুরাত, কষ্ট আর বিষাদ,
অমাবস্যা কেটেছে প্রিয় চাঁদ খোঁজায়।
আমার প্রিয় চাঁদ,
পূর্ণিমারই স্বাধ,
আমার আমি রয়ে গেছি আমার অচেনায়।
আমি বহু দুপুর, আকাশটা উপুর,
মেঘ হয়ে উড়ে গেছি মেঘের ভেলায়।
বৃষ্টি টাপুর টুপুর,
তোমার পায়ে নুপুর,
নেচে গেছে আমার প্রিয় সময়ের পাতায়।
আমি বহুকাল, সূর্যের সকাল,
সূর্যাস্ত কেটে গেছে তোমার অপেক্ষায়।
তুমি আমি একা,
আজও অদেখা,
প্রতীক্ষার প্রহর কাটাই আমরা দুজনায়।
_____________________________________________
অক্টোবর'০৫
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।