আমাদের কথা খুঁজে নিন

   

একটি (উৎকৃষ্ট) কবিতার খোঁজে

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

কতো পথ হেঁটেছি একটিমাত্র উৎকৃষ্ট কবিতার খোঁজে, কতো বিষণ্ন সৈকতে, বালুচরে, খুঁজেছি কতো নিঃসঙ্গ সাঁঝে, একাকী রত্রিতে, কতো ব্যর্থ ভোরের স্মৃতিভারাতুরতা মাঝে হারিয়েছি, কেবলই একটি কবিতাকে যেচে, সভয়ে-লাজে। কতো রাত কেটেছে আমার সঙ্কীর্ণ মানবতার দুঃখ পুষে, বিনিদ্র সুদূরের কতো নক্ষত্ররাজির হতাশার স্তূপ শুষে, জেগে থেকেছি উৎকৃষ্ট একটি কবিতার বিরহে; প্রান্তরে প্রান্তরে-খুঁজে ফিরেছি তাকে-অলিতে গলিতে বেশ্যার আসরে, রাজপথ শাখাপথ উদ্যান দালান পাথরে গড়া একরাশ ক্লান্তিতে, স্বর্গের মতো ঘাসফুল শিশিরবিন্দু নীলাকাশ পাহাড়ী ঝর্ণার স্রোতে, কতো অবারিত শূণ্যতা একমুঠো জোছনার মাঝে, একটু কৃষ্ণচূড়ার আগুনে, গাঁয়ের মেঠো পথে পথে; আজন্ম অক্লান্ত হেঁটে চলেছি আমি নিরুদ্দেশ- হয়তো-একটি কবিতাই হয়ে রবে আমার অপূর্ণ পরিশেষ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.