আমাদের কথা খুঁজে নিন

   

একটি আইটি নগরীর সন্ধানে-২

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

রাজশাহীতে একটি আইটি নগরী বানানো যায় কীনা সেটি নিয়ে আমরা কিছু কাজ করার চেষ্টা করছি। প্রথমত একটি ভাল গবেষণা বা তথ্য সংগ্রহ দরকার যেখানে সবগুলো বিষয় উঠে আসবে। এর ফলে একটি পরিকল্পনা এবং সেটা বাস্তবায়নের পর্যায় চিহ্নিত করা যাবে। আমরা এখন এই কাজগুলো করার চেষ্টা করছি।

গত কিছুদিন ধরে আমরা অনেকের সঙ্গে আলাপ আলোচনা করেছি। তার থেকে কিছু বিষয় আজ সবার সঙ্গে শেয়ার করছি। ক. বিদেশী বিনিয়োগকারীকে এই মূহুর্তে রাজশাহীতে আনা বেজায় কঠিন হবে, দেশের অন্য স্থানের বিনিয়োগকারীরাও লাফ দিয়ে এসে পড়বেন এমন ভাবাটা বোকামি। কারণ রাজশাহী ঢাকা থেকে বেশ দূরে। ঢাকা আন্তর্জাতিক যোগাযোগের কেন্দ্র।

খ. রাজশাহীতে এই মূহুর্তে স্থানীয় আইটি কাজ নেই, শিল্প সাপোর্ট দেওয়ার মতো কাজ হবে না। গ. বিদেশী কাজ দরকার। ঘ. নিজেদের কাজ না হলে বিদেশীরা কাজ দিতে চায় না। ভাল চক্কর। কী করা যায়? ক. এমন কিছু করা যেটার জন্য খুব বেশি বিনিয়োগ লাগবে না।

লাগলেও সেটা করার লোক থাকবে। আউটসোর্সিং?? খ. কল সেন্টার গ. দেশীয় ডিআর এবং ডেটা সেন্টার এগুলো হয়তো করে ফেলা যায়। এর জন্য কী দরকার ক. ব্যান্ড উয়িডথএর মোটা পাইপ (আছে?) খ. কিছু দালান কোঠা (নিরাপত্তা) গ. সরকারের সহায়তা আমি শুনেছি (চেক করতে পারি নি) ঈশ্বরদী ইপিজিডে নাকি নামমাত্র মূল্যে প্লট দেওয়া হয়। কাজে সেরকম কিছু করা যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা সামনে রেখে এগোনো যেতে পারে।

সম্ভাবনা নেহায়েৎ খারাপ না। প্রশ্ন হচ্ছে কীভাবে শুরু হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.