আমাদের কথা খুঁজে নিন

   

সরকাররে দ্রুত অন্তত শীর্ষ রাজাকারগুলানের বিচারকাজ শেষ করনের আল্টিমেটাম দিয়া চলমান আন্দোলন সাময়িক বন্ধ করা উচিৎ

প্রতিদিন যদি এভাবে চলতে থাকে তাহলে একটা না একটা সময় এই যৌক্তিক আন্দোলনটাও আমাদের দেশের নোংরা রাজনীতি গ্রাস করবে । অলরেডী গ্রাস করতাছে । তখন আর এই আন্দোলনে সাধারন মানুষ যাবে না , যাবে শুধু দলীয় লোকজনেরা । তখন জন-মানুষের আন্দোলন হিসেবে শাহবাগ আন্দোলন তার মর্যাদা হারাবে । ভালো খাবার প্রতিদিন খাইলে যেমন ঐ খাবারের টেষ্টও একসময় বিস্বাদ- অরুচি লাগে ।

তেমনি প্রতিদিন অনবরত এই যুদ্ধপরাধ ইষ্যু -যুদ্ধপরাধ ইষ্যু করতে করতে ইহাও একসময় ভেল্যুলেস হইয়া যাইবে । শাহবাগ আন্দোলন জন-মানুষের আন্দোলন হিসেবে এখনো সফল । ইতিমধ্য এই আন্দোলনের প্রক্ষিতে সরকার দ্রুত আইন সংশোধন করতেও বাধ্য হইছে । কিন্তু প্রতিদিন যদি এভাবে চলতে থাকে তাহলে একটা না একটা সময় এই যৌক্তিক আন্দোলনটাও আমাদের দেশের নোংরা রাজনীতি গ্রাস করবে । অলরেডী গ্রাস করতাছে ।

তখন জন-মানুষের আন্দোলন হিসেবে শাহবাগ আন্দোলন তার মর্যাদা হারাবে । শাহবাগ আন্দোলনকারীদের উচিৎ সরকাররে দ্রুত অন্তত শীর্ষ রাজাকারগুলানের বিচারকাজ শেষ করনের আল্টিমেটাম দিয়া চলমান আন্দোলন সাময়িক বন্ধ করা উচিৎ । সরকারের কাছে আল্টিমেটাম হতে পারে এরূপঃ ১। যুদ্ধপরাধীদের বিচার ছিল এই সরকারের নির্বাচনী ওয়াদা । এই ওয়াদার কারনে আমরা অনেকেই এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম ।

এখন সরকারের কাছে আল্টিমেটাম জানাচ্ছি যে , সরকার তার মেয়াদ শেষ হবার আগেই অন্তত ধৃত শীর্ষ রাজাকার লিডারগো বিচার কাজ সম্পন্ন করতে হবে । আর যদি রায়ে কারো ফাসি হয় । তবে সরকার তার মেয়াদ শেষ হবার আগেই ফাসির দন্ডপ্রাপ্ত আসামীকে ফাসিতে ঝুলাতে হবে । রায় দিবে এই আমলে আবার রায় কার্যকর বাকি রাইখা ভোটের ব্যবসা করবে , এই টাইপের ফাজলামী করলে ভোটের সময় আওয়ামী লীগকে বাশ দেয়া হবে । সুতরাং সরকার তার মেয়াদ শেষ হবার আগেই অন্তত ধৃত শীর্ষ রাজাকার লিডারগো বিচার কাজ এবং রায় কার্যকরের কাজ সম্পন্ন করতে হবে ।

আল্টিমেটাম শ্যাষ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.