প্রতিদিন যদি এভাবে চলতে থাকে তাহলে একটা না একটা সময় এই যৌক্তিক আন্দোলনটাও আমাদের দেশের নোংরা রাজনীতি গ্রাস করবে । অলরেডী গ্রাস করতাছে । তখন আর এই আন্দোলনে সাধারন মানুষ যাবে না , যাবে শুধু দলীয় লোকজনেরা । তখন জন-মানুষের আন্দোলন হিসেবে শাহবাগ আন্দোলন তার মর্যাদা হারাবে । ভালো খাবার প্রতিদিন খাইলে যেমন ঐ খাবারের টেষ্টও একসময় বিস্বাদ- অরুচি লাগে ।
তেমনি প্রতিদিন অনবরত এই যুদ্ধপরাধ ইষ্যু -যুদ্ধপরাধ ইষ্যু করতে করতে ইহাও একসময় ভেল্যুলেস হইয়া যাইবে ।
শাহবাগ আন্দোলন জন-মানুষের আন্দোলন হিসেবে এখনো সফল । ইতিমধ্য এই আন্দোলনের প্রক্ষিতে সরকার দ্রুত আইন সংশোধন করতেও বাধ্য হইছে । কিন্তু প্রতিদিন যদি এভাবে চলতে থাকে তাহলে একটা না একটা সময় এই যৌক্তিক আন্দোলনটাও আমাদের দেশের নোংরা রাজনীতি গ্রাস করবে । অলরেডী গ্রাস করতাছে ।
তখন জন-মানুষের আন্দোলন হিসেবে শাহবাগ আন্দোলন তার মর্যাদা হারাবে ।
শাহবাগ আন্দোলনকারীদের উচিৎ সরকাররে দ্রুত অন্তত শীর্ষ রাজাকারগুলানের বিচারকাজ শেষ করনের আল্টিমেটাম দিয়া চলমান আন্দোলন সাময়িক বন্ধ করা উচিৎ ।
সরকারের কাছে আল্টিমেটাম হতে পারে এরূপঃ
১। যুদ্ধপরাধীদের বিচার ছিল এই সরকারের নির্বাচনী ওয়াদা । এই ওয়াদার কারনে আমরা অনেকেই এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম ।
এখন সরকারের কাছে আল্টিমেটাম জানাচ্ছি যে , সরকার তার মেয়াদ শেষ হবার আগেই অন্তত ধৃত শীর্ষ রাজাকার লিডারগো বিচার কাজ সম্পন্ন করতে হবে । আর যদি রায়ে কারো ফাসি হয় । তবে সরকার তার মেয়াদ শেষ হবার আগেই ফাসির দন্ডপ্রাপ্ত আসামীকে ফাসিতে ঝুলাতে হবে । রায় দিবে এই আমলে আবার রায় কার্যকর বাকি রাইখা ভোটের ব্যবসা করবে , এই টাইপের ফাজলামী করলে ভোটের সময় আওয়ামী লীগকে বাশ দেয়া হবে । সুতরাং সরকার তার মেয়াদ শেষ হবার আগেই অন্তত ধৃত শীর্ষ রাজাকার লিডারগো বিচার কাজ এবং রায় কার্যকরের কাজ সম্পন্ন করতে হবে ।
আল্টিমেটাম শ্যাষ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।