আমাদের কথা খুঁজে নিন

   

জাগরণের গান


নির্বাচিত ৭১ টি গানের সংকলন নিয়ে বাংলালিংকের সৌজন্যে এমাসে মুক্তি পেয়েছে জাগরণের গাণ অ্যালবামটি। গানগুলো হল - ০১. আমার সোনার বাংলা ০২. দুর্গম গিরি কান্তার ০৩. মোদের গরব, মোদের আশা ০৪. জনতার সংগ্রাম চলবেই ০৫. আজি সপ্ত সাগর ০৬. রাষ্ট্রভাষা আন্দোলন করিলিরে ০৭. গরিলা আমার গরিলা ০৮. সোনায় মোড়ানো বাংলা ০৯. মাগো ভাবনা কেন ১০. রক্তের প্রতিশোধ নেব আমরা ১১. আয়রে আমার দামাল ছেলে ১২. এক সাগর রক্তের বিনিময়ে ১৩. ধন্য ধান্যে পুষ্পে ভরা ১৪. আমি যুগে যুগে এসেছি ১৫. বাংলার মাটি বাংলার জল ১৬. ভয় কি মরণে ১৭. রক্ত শিমুল তপ্ত পলাশ ১৮. বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ ১৯. আমরা করব জয় ২০. বিপ্লবের রক্তমাখা ঝান্ডা উড়ে ২১. ভেবোনা গো মা তোমার ছেলেরা ২২. তীরহারা এই ঢেউয়ের সাগর ২৩. রক্ত দিয়ে নাম লিখেছি ২৪. এক নদী রক্ত পেরিয়ে ২৫. ও আমার দেশের মাটি ২৬. এই শিকল পরা ছিল ২৭. মাগো তোমার সোনা মানিক ২৮.ধিতাং ধিতাং বলে ২৯. জনতার মুখগুলি ৩০. পতাকা আমার মায়ের মুখের মত ৩১. ঘুমের দেশে ঘুম ভাঙতে ৩২. লাঞ্চিত নীপিড়ীত মানুষের জয় ৩৩. জন্ম আমার ধন্য হল ৩৪. ওরে ভীষম দরিয়ার ঢেউ ৩৫. বিজয় নিশান উড়ছে ওই ৩৬. দাম দিয়ে কিনেছি বাংলা ৩৭. কারার ওই লৌহ কপাট ৩৮. নাম তার ছিল জন হেরী ৩৯. আজি বাংলাদেশের হৃদয় থেকে ৪০. আগুন নিভাব কে রে ৪১. নোঙর ছাড়িয়া ৪২. মাঠে মাঠে সোনালি ধান ৪৩. হিমালয় থেকে সুন্দরবন ৪৪. নোঙর তোল তোল ৪৫. সোনা সোনা সোনা লোকে বলে সোনা ৪৬. রক্তে আমার আবার প্রলয় ৪৭. ও আমার বাংলা মা তোর ৪৮. মাটের মন্দির সোপান তোলে ৪৯. বিচারপতি তোমার বিচার ৫০. ব্যর্থ প্রাণের আবর্জনা ৫১. চাষাদের মুঠেদের মজুরের ৫২. ও মাঝি নাও ছাইড়া দে ৫৩. এই পতাকা শ্রমিকের রক্ত পতাকা ৫৪.ওরে আমার মুখের ভাষা ৫৫. ওরা লম্বা লম্বা কথা বলে ৫৬. ফুল খেলবার দিন নয় অদ্য ৫৭. মোরা একটি ফুলকে বাচানোর জন্য ৫৮. ডিম পাড়ে হাঁসে, খায় বাঘডাশে ৫৯. একবার যেতে দেয় না ৬০. আমার ভাইয়ের রক্তে ৬১.ও দুনিয়ার মজদুর ৬২ এরা আমাদের গান গাইতে দেয়না ৬৩. সেই সামালো ধান ৬৪. আমার প্রতাবারে ভাত ৬৫. লাখ লাখ মানুষের হাত ৬৬. সালাম সিলাস হাজার সালাম ৬৭. আমরা পূর্বে পশ্চিমে ৬৮. জয় বাংলা বাংলার জয় ৬৯. পূর্ব দিগন্ততে ৭০. শোন এটি মজিবরর ৭১. স্বার্থকে জনম মাগো গানগুলো পাবেন এখানে , আর সবগুলো একসাথে পাবেন এখানে (মিডিয়াফায়ার)
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।