তুমি এগিয়ে, তুমি জয়ী আজ
তুমি পাড়ি দিয়েছ যে মহাকাশ।
তুমি সুন্দর, তুমি শ্রেষ্ঠ
তুমি শীতের আকাশে বালিহাস।
তুমি হাজার পুরুষ পেছনে ফেলে যে
চড়েছ এভারেষ্ট শৃঙ্গে।
তবু ভেবে দেখ এই সমাজে
তুমি আলাদা রয়েছ লীঙ্গে।
তুমি পরাধিন তুমি দূর্বল
শিকল এখনও পায়ে।
মিথ্যে প্রচারণা স্বান্তনা সব।
পরগাছা তুমি সমাজে।
আছ ঘরেতে হয়ে বন্দি অনেকে
প্রতিপদে হয়ে অপমান।
সভ্য নগরের পথে ঘাটে আজও
বুকের আঁচলে পরে টান।
দেখ টিভিতে দেখ রাস্তায়
তুমি রয়েছ হয়ে যে পণ্য।
এই ফেয়ারনেস ক্রীমে
সাদা হবে ত্বক
তাতেই তুমি যে ধন্য।
তুমি জেগে ওঠো মেয়ে
চোখ খোল তুমি।
হাতে তুলে নাও হাতিয়ার।
দেখিয়ে দেবার সময় এখনই
পরাধিন আজ কে যে কার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।