আমাদের কথা খুঁজে নিন

   

জাগরণের জাগরন হবে তখনই, যখন. ......

অবহেলিত চট্রগ্রাম আমরা আজ সবাই সোচ্চার রাজাকার, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, তাদের ফাসির রায় কার্যকর করার জন্য সকল স্তরের মানুষ আজ এক কাতারে এসে মিলেছি। সবই ঠিক আছে, আমরা অনেক বিচক্ষন তরুন প্রজন্ম, ফেসবুক,ব্লগ সহ সকল সামাজিক সাইট গুলো সোচ্চার এই অপরাধীদের ফাঁসির রায় কার্যকর করার জন্য, কয়েকটা স্ট্যাটাস, লিঙ্ক শেয়ার করে অ আমরা অতি সহজেই এর সাথে একাত্মতা ঘোষণা করে ফেলছি এক ক্লিক এ...... কিন্তু একদিনও কি ভেবেছেন সেই মুক্তিযোদ্ধাদের কথা, যাদের প্রানের বিনিময়ে আমরা আজ শাহবাগ, চিটাগাং প্রেস ক্লাব সহ দেশের বিভিন্ন জাইগায় আন্দোলন করছি? চিন্তা করেছেন কি, যারা বেঁচে আছেন পঙ্গু হয়ে, খাদ্য বস্ত্রের অভাবে অনাহারে দিন কাটাচ্ছে??? তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হয়ে আন্দোলন যোগ দেয়ার জন্য যাচ্ছি হয়ত কোন রিকশায় চড়ে, যে রিকশার চালক আবার একজন মুক্তিযোদ্ধা !!!! রাস্তার পাশে বসে করুন দৃষ্টিতে তাকিয়ে আছে থালা পাশে ভিখারি, তাও একজন মুক্তিযোদ্ধা......!!!! অবাস্তব কিছুই নয়, আপনার আমার পাশে প্রতিনিয়ত এটাই হচ্ছে, আমি নিজেই এর প্রত্যক্ষদর্শী, আপনারা ও জানেন, পাশ কাটিয়ে যাচ্ছেন, ওদের কথা কেও বলে না, আজ পর্যন্ত যত রাজাকার এর নাম আমরা জানি, বা পরিচিত...... বলতে পারবেন তার অর্ধেক মুক্তিযোদ্ধার নাম???? বলতে পারবেন তাদের আজ কি অবস্থা??? জানতে চেয়েছেন তাদের পরিবারের সদস্য রা আজ কে কি কোথায় আছে??? আমরা তরুন, নিবেদিত প্রান দেশের জন্য, সব আমাদের জানা উচিত...... "হুজুগে বাঙালি" আমাদের পুরনো তকমা, এখন সময় এসেছে এই যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে আমরা যে আন্দোলন শুরু করেছি তা দিয়ে এই তকমা তা মুছে দেয়ার......।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।