আমাদের কথা খুঁজে নিন

   

একটি মনো-দৈহিক কবিতা


সরসিজ আলীম_এর কবিতা কৃষ্ণনাম সাম্রাজ্যবাদ পুংলিঙ্গ। আগে আগে লিঙ্গ পিছে পিছে পুং। পুংয়ের পিছে পৌরুষ। পৌরুষের পিছে ছেদন দন্ত। ছেদন দন্তের পিছে কালো ছায়া।

ছায়ার পিছে থাবা। থাবার পিছে পিছে কালো বিড়াল। বিড়ালের কৃষ্ণনাম। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে কালো বিড়ালটি মেয়েদেরকে শ্লীলতাহানি করিতেছে। ঝরাপাতাদের উড়াইতেছে।

শিকার করিতেছে অতিথি পক্ষি। কতিপয় ছেলেমেয়ে কালো বিড়ালটি মারিবার তরে অনশন করিতেছে শুনিয়া একটি বিছানার ‘খুব হাসাহাসি’ গড়াইয়া পড়িতেছিলো। হাসাহাসিগুলি মশা মারিতে যায়-তো পিপিলিকা সারা অঙ্গে বিষ ঢালিয়া দ্যায়, পিপিলিকাকে মারিতে চাহে-তো মশারা ঝাঁকে ঝাঁকে কামড় দিতে থাকে, _ কানাইয়া গো সারারাত গড়াইয়া চলে পিপিলিকা আর মশাদের চুম্মা চুম্মা গান। সারারাত গান গড়াইয়া চলে হাসাহাসি রমণীটির অঙ্গে অঙ্গে , শাবাহ নাম হইতে পারে তাহার, Ñ_ তিনি দুই সন্তানের জননীও হইতে পারেন, আর তাহার বিছানা Ñ ঊনপঞ্চাশ বয়েসী বালিশ মাথায় দিয়া ঘুমাইয়া পড়েন। সারারাত গান গড়াইয়া চলে হাসাহাসি মেয়েটির প্রথম যৌবনের প্রথম যৌন আস্বাদনের ভেতর, সোহাগ তাহার নাম হইতে পারে।

সারারাত গান গড়াইয়া চলে হাসাহাসি বউটির দীর্ঘ বর্ষা-বসন্ত পার করিতে থাকা পরবাসী পতি-পুংয়ের অপেক্ষায়, বউটির নাম হইতে পারে মিতু বা রোমা, রুমা, হিমা, দিয়া, রিমা, মেঘা বা মেঘলা বা মাথন... আহা বিছানা Ñ পৌরুষ, বয়সের ভারে নুয়ে পড়া, রমণীর উত্তাপ ছাড়াই ঘুমাইয়া যায়, সংসারটাকে একে বেঁকে গড়িয়ে নেয়। আহা বিছানা Ñ ছেদন দন্ত প্রেমিক, তাহার বাঁকে আঁকা প্রথম যৌনস্বাদ উড়াইতে উড়াইতে দারা-পুত্র-পরিবার পলায়ন করিয়াছে পরবাসে। আহা বিছানা Ñ পতিদেবতা ছায়া, দীর্ঘ বর্ষা-বসন্ত পার করিলো পরবাসে চাক্কি পিষিয়া, দুবাই নগরী পিষিয়া। সারারাত গড়াইতেছে গান, তাহার আগে আগে হাসাহাসি রমণীরা, তাহার আগে আগে দৌড়াইতেছে কালো বিড়াল, বিড়ালটি ধরা দিলে খুব খুব আদর করিতো সখিগণ, সখিগণ মাথার কেশ দুভাগ কইরা রাখিতো বান্ধিয়া...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.