আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রীসভার আরো কিছু হঠকারী সিদ্ধান্ত আসছে...

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...

বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসেই নাম বদলের এক ঘৃণ্য খেলায় মেতে উঠেছিলো। যার শিকার হয়েছে- ভাসাণী নভোথিয়েটার, চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রসহ খালেদি জিয়ার নাম যা আছে সব... এবং আরো অনেক স্থাপনা। ভেবেছিলাম- রাজনৈতিক প্রতিহিংসার বিশ্রী প্রদর্শনীতে মেতে উঠেছে এরা। কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু বর্তমান সরকার যে "ফেদার ওয়েট" মন্ত্রীসভা ঘোষণা করে তাদের সব মন্ত্রীই যে মোটা মাথার অন্ত:স্বারশূণ্য মস্তিষ্ক নিয়ে ঘুরে বেড়ায় তার প্রমাণ আরেকবার পাওয়া গেলো, ঠিক আর হলোনা।

হবেও না নিশ্চিত... আজকে প্রথম আলোতে পড়লাম- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এবার বদলে যাচ্ছে অন্য নামে। এক্ষেত্রে মন্ত্রীসভা একটা চালও খেলেছে ভালো। তারা এখানে বঙ্গবন্ধুর নাম না দিয়ে দিচ্ছে- বারো আউলিয়ার একজনের নামে। যাতে বলতে পারে- দলীয় উদ্দেশ্য নেই এতে। বা এটা রাজনৈতিক প্রতিহিংসারও বিষয় নয়... অথচ তারা এটা প্রকাশই করতে চাইবেনা যে, বিরোধী দলের সাবেক প্রধানকে তারা মুছে দিতে চাইছে চিরতরে! হায়রে রাজনীতি! মোস্তফা সরয়ার ফারুকীর 420 সিরিয়ালটা মনে পড়ছে খুব।

কতো নোংরা রাজনীতি! ছি: ছি:... পড়ে দেখতে পারেন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.