বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
আওয়ামী লীগ-এর নেতৃত্বাধীন মহাজোট সরকার কিছুক্ষণ আগে শপথ গ্রহণ করেছে। এই মন্ত্রীসভার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, সম্ভাব্য স্বল্প সংখ্যক জনবল নিয়ে মন্ত্রীসভা যাত্রা শুরু করল। বিএনপি নেতৃত্বাধীন গত জোট সরকারের ৬০ জনের মত বিশাল বহর নিয়ে যে সরকার ছিল, আওয়ামী লীগ সে পথে হাঁটেনি। এ জন্য আওয়ামী লীগ অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য। এখন দেখার বিষয় নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালনে এই সরকার কতটুকু তৎপর হয়। সরকারের সবচেয়ে বড় দুটি চ্যালেঞ্জ হল দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনা এবং যুদ্ধাপরাধীদের বিচার অতি দ্রুত শুরু করা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।