আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র মৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠিত

সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।

একই পদ্ধতির আসাম্প্রদায়িক বিজ্ঞানভিত্তিক গণমুখী শিক্ষানীতি বাস্তবায়ন কর’এই স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর(৬ ডিসেম্বর) পুনর্মিলনী ১০ ডিসেম্বর বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে কেন্দ্রীয় পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়। ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব রায়ের পরিচালনায় এ পুনর্মিলনী উৎসবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কমরেড রাশেদ খান মেনন এমপি, ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি ফজলে হোসেন বাদশা এমপি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, সাবেক সভাপতি নুর আহমদ বকুল, রাগিব আহসান মুন্না, আতাউর রহমান আতা, জিয়াউল হক জিয়া, দীপংকর সাহা দিপু, সাব্বাহ আলী খান কলিন্স, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদ হাসান বুলু, আব্দুল আহাদ মিনার, মামুনুর রশীদ, মুক্তার হোসেন নাহিদ প্রমুখ। রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ ছাত্র মৈত্রী জন্মলগ্ন(১৯৮০ সালের ৬ ডিসেম্বর) থেকে সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম ও শিক্ষা-কাজের লড়াইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরো বলেন, ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এদেশের ছাত্র সমাজকে সংগঠিত করণের ক্ষেত্রও ভুমিকা রেখেছে।

আগামী দিনে একটি সুস্থ ধারার ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য নেতৃত্ব দিতে সক্ষম হবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি শিক্ষাঙ্গনে সংগঠন গড়ে তুলতে হবে। ফজলে হোসেন বাদশা বলেন, বাংলাদেশের ছাত্র আন্দলনকে আরো বেগবান ও শক্তিশালী করার জন্য ১৯৮০ সালের ৬ ডিসেম্বর আমরা বাংলাদেশ ছাত্র মৈত্রী প্রতিষ্ঠা করেছিলাম। সেই সংগঠনটি দীর্ঘ সময় ধরে এদেশের ছাত্র সমাজের জন্য একটি আসাম্প্রদায়িক বিজ্ঞানভিত্তিক গণমুখী ও একই ধারার শিক্ষানীতি বাস্তবায়নের জন্য লড়াই করে আসছে। তিনি আরো বলেন, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম করতে গিয়ে এ সংগঠনের ৮ জন নেতা-কর্মী শহীদ হয়েছে। এই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ছাত্র মৈত্রীকে নিরালসভাবে কাজ করতে হবে।

এ পুনর্মিলনী উৎসব অন্যান্য বক্তারা তাদের সময়ের ছাত্র আন্দোলন ও সংগঠনের নানা অভিজ্ঞতার কথা বলেন। বক্তব্য শেষে সংগীত পরিবেশন করে সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা। উল্লেখ্য গত ৬ ডিসেম্বর থেকে শুরু করে ৫দিনব্যাপী কর্মসূচির শেষ দিন ছিল আজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.