আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান সমাজে "পশু-ক্লেশ-নিবারনী-সংস্থা" কারা??

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

১৮৭০-৭১ সালে কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস কমিউনিষ্ট পার্টির ইশতেহারে সমাজের পশু-ক্লেশ-নিবারনী-সংস্থা সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তারা লোক দেখানো মায়া কান্না করে সমাজের স্ট্যাটাস্কো বজায় রাখতে চায়, তথা রুলিং এলিটদের ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করে। বর্তমান সমাজে এইসব "পশু-ক্লেশ-নিবারনী-সংস্থা" কারা?? তাদের সংখ্যা কত? কি করছে তারা এই দেশে? আমরা কি তাদের সম্পর্কে খবর রাখি? দেশের উন্নয়ন, অর্থনীতি ও রাজনীতিতে তাদের ভূমিকা কি? "পশু-ক্লেশ-নিবারনী-সংস্থা" বলতে কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস বিশেষ এক ধরণের "সমাজসেবী"-দের বুঝিয়েছিলেন। (আমার মেয়ের সাহায্য নিয়ে লেখা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.