আমাদের কথা খুঁজে নিন

   

বৃস্টি পড়ছে

আমি আমার আকাশে উড়ি সারাবেলা
বৃষ্টি পড়ছে -জুম্মী আদুরী দু চোখে বিস্ময় তৃষিত হৃদয় বৃষ্টি পড়ছে ঠাণ্ডা শীত রোদের উষ্ণতা আলো আঁধারীর খেলা শরীরে মেখেছি কতটা বৃষ্টির ছোঁয়া' অশ্রুসজল লোচন কপোল ভিজেছে লোনা বৃষ্টিতে হিংসার অনল নিভু নিভু কামনার আগুন জ্বলছে। আজ হৃদয় বড় অশান্ত শুকনো খরখরে বাধভাঙা ঢেউ চাই দু'ফোটা বৃষ্টি গুনগুনানি গান আর মেঘের সাথে ভাব তোমার সাথে আড়ি যতচোখে দিয়েছে ধুলো.... আজ বুষ্টি পড়ছে আকাশ ফুড়েঁ তোমার চোখে আমার চোখে ভিজছে শরীর ভিজছে হৃদয়.....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।