গতকাল এবং আজ মধ্য (2.00 ) রাতে পূর্ব আকাশের দিকে তাকান লিরা মন্ডলের উল্কা বৃস্টি দেখতে পাবেন।এই দুই দিন পৃথিবী প্রাচীন ধূমকেতু (Thatcher) ফেলে যাওয়া টুকরোর ভিতর দিয়ে যাবে।লিরা মন্ডলে এই উল্কাপাত হয় বলে এর নাম লাইরিডস্ (Lyrids) উল্কাপাত।প্রতি ঘন্টায় 10-20 টি উল্কাপাত দেখতে পাবেন।একদম অন্ধকার স্থান থেকে এর সংখ্যা আরো বেশী দেখতে পাবেন।এই উল্কা গুলি অত্যান্ত উজ্জল এবং দ্রূত গতিতে 29.8 মাইল প্রতি সেকেন্ডে বায়ু মন্ডলে প্রবেশ করে।এর মধ্যে কিছু উল্কা বেশ বড় আকারের যেগুলি চলে যাবার পড়েও এর আলোর রেশ অনেক ক্ষন আকাশে থাকে।এর বিকিরন কেন্দ্র লিরা মন্ডলের ভিতরে। ম্যাপ গুগল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।