আমাদের কথা খুঁজে নিন

   

বৃস্টি আর চলমান জীবন

www.cameraman-blog.com/

শুক্রবার বাসা বদল করলাম - আদাবর থেকে একেবারে উত্তরা। মুশকিল হলো আমার কর্মক্ষেত্র নিয়ে, সেটা পুরান ঢাকার চকবাজারে। তারমানে আমাকে প্রতিদিন ঢাকার এ-মাথা ও-মাথা করতে হবে। আজই তারই একটা মহড়া দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু বিধিবাম।

সকাল থেকেই নন স্টপ বৃস্টি। কি আর করা। কম্পিউটারটা সেট করে ইন্টারনেট চালু করলাম। জিপিআরএস বা মোবাইল ইন্টারনেট এর এই এক মজা। যেখানে সেখানে যখন খুশী ব্যবহার করা যায়।

অনলাইন হয়েই মেইল চেক করার পর ঢুকলাম ব্লগ এ। এখানে ও দেখি বৃস্টির ছড়াছড়ি, মানে বৃস্টি নিয়ে অনেক লেখা। একফাকে বারান্দায় এসে দেখি পাশের খালি প্লটে এক মহিলা দুই কিশোরকে নিয়ে ছাতা মাথায় দিয়ে ইট ভাংছে। একেই কি চলমান জীবন বলবো ? (ছবিটা খুব কম রেজ্যুলিউশনে তোলা, আর তোলার সময় জুম ব্যবহার করা হয়েছে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।