(যারা ইসলাম কায়েম করতে চান, প্রশ্নটা মেইনলি তাদের জন্য; অন্যরা সম্পূরক প্রশ্ন করতে পারেন, আলোচনায়ও অংশ নিতে পারেন)
এই প্রশ্ন আমার মনে দীর্ঘদিনের। কিন্তু প্রশ্নের প্রেক্ষাপটটা বোঝা উচিৎ। আমি হয়তো ভালো আস্তিক না (যোগ্যতা নেই), কিন্তু নাস্তিকও আমি না (সাহস নেই)। কিন্তু প্রশ্ন যখন মনে জাগে তখন সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করার আগে চেষ্টা করি নিজে ভেবে কোনো সমাধান পাওয়া যায় কি না। এই প্রশ্নটা হলো সেই প্রশ্নদের অন্যতম, যার সমাধান আমি পাই নি। সুতরাং কড়া-আস্তিক ভাই ও বোনেরা, আপনারা যারা ইসলাম কায়েম করতে চান আমাকে এই প্রশ্নের সন্তোষজনক জবাব দিয়ে বাধিত করবেন।
এখনো পর্যন্ত আমি এই প্রশ্নের জবাবে 'না' এর পক্ষে; তার কারণ:
যখন 'ইসলাম' কায়েম হবে, তখন আসলে কাদের সংজ্ঞার ইসলাম কায়েম হবে বলে আমরা ধরে নেব? ধরুন, জামায়াত ক্ষমতায় আসলো, হিজবুত তাহরির কিংবা ইসলামি শাসনতন্ত্র কি বলবে যে যাক ইসলাম ক্ষমতায় এসে গেছে? অথবা, ভাইস ভারসা?
প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ, আপনারা একদল অন্যদলকে যেভাবে অতি তুচ্ছ কারণেও কাফের ঘোষণা করে বসেন, তাতে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে, আপনাদের সংজ্ঞা অনুসারে যে কাফের, সে ক্ষমতায় আসলে আপনাদের ইসলাম উদ্ধারের নতুন জিহাদ শুরু হয়ে যাবে।
(ভাই সাহেবরা, বাংলাদেশ দেশটা এমনিতেই বহুৎ গ্যাঞ্জামের উপরে আছে। আল্লাহর দোহাই লাগে, শান্তি আনার দরকার নাই, কিন্তু শান্তির নাম কইরা নতুন কোনো অশান্তি ডুকাইয়েন না।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।