আমাদের কথা খুঁজে নিন

   

রাখাল ও মেঘ

স্থানিক আর লৌকিক ভাববাদী কবি

অলসের কালে জন্ম নিল গন্ধরাজ, কবিবর রাখালের চোখ যে আকাশ দেখে, তা কি তুমি দেখ! নদীটির কোন এক জলঘেঁষা তীরে জন্ম রাজ্যের সমুদয় ইন্দ্রবতী মেঘ তার চোখে সারাদিন গরু চরে, সারারাত স্বপ্নবাজ মেঘ, রাখালের দৃষ্টি থেকে মেঘ দেখলে মনে হবে দেয়ালের চুনকাম গিলে খাবে বট একদিন কালে কালে কাল হবে কাল বটবৃক্ষ, নদীতীর কঙ্কালের শাদা শাদা ফুল দেহ তার প্রেমের ফসিল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।