আমাদের কথা খুঁজে নিন

   

রাখাল তোমাকে চিঠি....................



রাখাল তোমাকে অনেকদিন চিঠি লিখিনি। লিখবার জন্য দরকার একটা সুন্দর রাইটিং প্যাড আর ময়ূর আঁকা এক কলম। একদিন তোমার সাথে রেলগাড়ীতে করে বেড়াতে যাবার স্বপ্ন ছিলো। রেলগাড়ীর দরজায় হেলান দিয়ে তুমি তোমার খুব কাছে দাঁড়িয়ে আমি। ছুটে চলা আকাশ এবং গাছগুলো দেখতে দেখতে বেঁচে থাকার সুন্দর সেখানে এসে দাঁড়াবে।

তুমি আমার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো যতবার সরাবে ততবার ওরা উড়ে উড়ে এসে মুখটা ঢেকে দেবে। ভোরের আকাশে যখন সূর্য্যটা উঁকি দেবে। তুমি আমি তন্ময় হয়ে সেই সূর্য উঠা দেখবো। একটা জীবনে এমন দিন খুব কম আসে। সূর্যের দিকে তাকিয়ে তুমি বলবে কবিতা।

আমি না হয় গুন গুন করে গাইবো গান। এভাবেই চলতে থাকা সময়ের সুখগুলো স্মৃতিময় হয়ে যাবে। আমাদের কথাদের ছাপিয়ে রেলগাড়ীর ঝিকঝিক শব্দ। তোমার বলা ছেলেবেলার গল্প শুনে আমি হাসতে হাসতে গড়াগড়ি। তুমি চেয়ে থাকবে আর চুপ হাসি হাসবে।

বলবে জানো ,এমন করে হাসতে দেখিনি কাউকে। পৃথিবীর কোথাও কেউ এমন হাসতে জানেনা। আমাকে খুব অবাক করে দিয়ে বলবে "যদি এটা শুধু স্বপ্ন হয়। যদি এই সূর্য্য দেখা শুধু কল্পনাই হয়। তোমার এই হাসির ঝর্ণা ধারা সত্যি হোক।

আমি এক একটা নয় অজস্র জীবন পাড়ি দিতে পারি হাসির এই ঝর্ণা ধারায় ভেসে "। তোমাকে চিঠি লেখা হয়না অনেকদিন। তবু স্বপ্ন ভাসে। হৃদয়ের ময়ুরাক্ষী দ্বীপে মাঝে মাঝে এমন সুখসময় আসে। খেয়ালীপনা আর যাই বলো।

ভালোবাসায় ছুঁয়ে থাকার মত এই স্বপ্ন গুলো খুব কাছেই ঘুরে বেড়ায়। কবি গুরুর ভাষায় বলি,"শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া শুধু দুরে যেতে যেতে ফিরে চাওয়া। শুধু নব দুরাশায় আগে চ'লে যায়-- পিছে ফেলে যায় মিছে আশা। " তোমারই প্রগলভতা ছবির লিন্ক: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।