আমাদের কথা খুঁজে নিন

   

বধির বেদনা



সৌমেন ধর অস্ফুট বারতাগুলো আগুনের নদী- বয়ে চলে সমুদ্রের পানে। আমিতো রয়েছি মেতে তোমারই সমগীতে। তোমাতেই ডুবে থাকা আকণ্ঠ আগুন। সাথে থাকা প্রিয় এক শূণ্য নীপবন। দুচোখে রেখেছি ধরে আদিতম ক্ষুধা।

কী করে বোঝাই জীবনের সব ভাষা সুপাঠ্য থাকেনা। সব ভাষা ব্যঞ্জনার প্রলেপ মাখেনা। শুনতে চাইলে তবে উৎকর্ণ থাকো। বধির বেদনাগুলো কোনদিন তোমাকে ছোঁবেনা। যাবতীয় আরাধনা তোমার প্রেরণা।

তুমি-তুমি-তুমি মিলে দারুণ দ্যোতনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।