আমাদের কথা খুঁজে নিন

   

একটি সুন্দর গল্পের সমাপ্তি এক কদাকার কেন ? প্রসঙ্গ : বাংলাদেশ জিম্বাবুয়ে ৪র্থ ওয়ানডে

আমি বাংলায় কথা বলি

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বোলিং দেথে অফিসের ভেতর তুমুল নাচানাচি করেছি। কলিগেরা আমার কাণ্ড দেখে মুখ লুকিয়ে হেসেছে। কেউ কেউ বলেও দিয়েছে- এত নাচ ভালা না। আগে বাংলাদেশের ব্যাটিং দ্যাখো। ব্যাটিং-এ আর কী হবে ? চোখ বন্ধ করে পিটালেও জয়। কিন্তু হায় ! এটা যে বাংলাদেশ ! মাত্র ৪৫ রানের জন্য ৪টা উইকেটের আত্নাহুতি! আমার কলিগদের তুমুল টিটকারী। একি লজ্জা ! আমাদের ব্যাটসম্যানদের সামান্যতম লজ্জাবোধ কি থাকবে না ? সাকিব আল হাসান হয়তো ম্যান অব দ্যা ম্যাচের পুনস্কার আনতে যাবেন। কিন্তু সাংবাদিকদের কাছে কী ব্যাখ্যা করবেন এই সব ব্যাটিং পারফর্মেন্সের ? আশরাফুলকে আর না খেলালেই কি হয় না ? জুনায়েদ ওপেনিংএ নেমে কবে কী রান করে দেখিয়েছে ? সময় এসেছে আফতাব অলকদের বিবেচনার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.