আমাদের কথা খুঁজে নিন

   

কে প্রতিবন্ধি? (ভাল লাগা ক বিতা)

জীবন েযখােন েযমন

কে প্রতিবন্ধি? যদি তুমি মানুষকে অনুভব করতেই না পারলে শুধুই দেখলে তার প্রতিবন্ধকতা তবে তুমি অন্ধই রয়ে গেলে। যদি তুমি শুনতে না পাও সুবিচারের জন্য তোমার ভাইয়ের কান্না তবে সে তোমার নিশ্চিত বধিরতা। যদি সম্পর্কই না রাখ তোমার বোনের সঙ্গে তাকে বঞ্চিত করো তোমার সেন্হময় সঙ্গ থেকে তবে মানসিক ভাবে তুমি প্রতিবন্ধি। যদি প্রতিবাদী না হও মানুষের অধিকারের পক্ষে সে তোমার মানষিক স্থবিরতা। অক্ষমদের প্রতি ব্যক্তির নেতিবাচক মনোভাব এটাই হয়তো আমাদের বড় প্রবিন্ধকতা। লিখেছেন- TONY WONG (আফিকার জ্যামাইকার প্রতিবন্ধি প্রতিবাদী কবি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.