কবিতা পড়তে ও লিখতে ভাল লাগে
একটি মূহুর্তের জন্য আমার পথ
তোমার ছাঁয়া মেখেছিল উচ্ছ্বসিত চিত্তে,
পথের ধূলো আর হলদে রোদ্দুর
তোমার গায়ের রঙ্গে বসেছিলো হঠাৎ একই বৃত্তে।
খুব আনন্দ, ভীষণ বেপরোয়া প্রহর
দিশেহারা মনের ছন্দ;
চারিপাশে ছিল আমার তরুণ সুখ
আর অদম্য কল্পের সাথে কষ্টের দ্বন্ধ।
আমি জেগেছিলাম অসমতল যাত্রার পথে
তোমার পাশাপাশি থাকার আহ্ববানে,
ভেবেছিলাম কত পলাতক মেঘের
নির্মম মৃত্যুর স্বরণে।
মনে পড়ে প্রতি ক্ষণে সব,
আমার ভীষণ মনে পড়ে, বারংবার;
সেই কবে ছেড়েছো হাত,
তবু এখনো খোলা তোমার জন্য মনের দুয়ার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।