যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
উপমাকে এখন জাতীয় হৃদরোগ ইস্টিটিউটের ডা: সুমন নাজমুল হোসাইনের অধীনে চিকিৎসা করানো হচ্ছে। সমস্যা হয়েছে এই ডাক্তারকে উপমা এবং তার পরিবার খুবই আস্থায় এনেছে। কিন্তু ডা: সুমন বদলি হয়ে গেছেন চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে। সপ্তায় একবার ঢাকায় আসেন, তখন দেখানো হয়। মাত্র ৩০ কেজি ওজনের উপমার ওজন বেড়ে এখন ৩৫ কেজি।
চিকিৎসার সাথে সাথে ভাল খাবার-দাবারের ব্যবস্থায় হয়েছে। তার জন্য আধা কেজি করে দুধ রাখা হচ্ছে। সব কিছু মিলিয়ে উপমার খবর আশাব্যাঞ্জক। এজন্য আমি,উপমা এবং তার পরিবার আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। এসবের মূলে আপনাদের অকুন্ঠ সহযোগীতা আর প্রেরণা।
আশা করি এই সহযোগীতা আগামীতেও অব্যহত থাকবে।
২ সেপ্টম্বর পর্যন্ত স্থিতি................................... ৩,১৭,৯৩১/-
১০.০৯.২০০৯ তারিখে উপমার মা'কে দেওয়া........... ২,০০০/-
১৩.১০.২০০৯ তারিখে উপমার মা'কে দেওয়া........... ২,০০০/-
__________________________________________
স্থিতি.......................................................... ৩,১৩,৯৩১/-
জমার উপর লভ্যাংশ যোগ................................... ৩,০৬৯/-
__________________________________________
বর্তমান স্থিতি................................................... ৩,১৭,০০০/-
উপমার চিকিৎসা ব্যয়ের প্রতিদিনকার হিসাব রাখা হচ্ছে উপমার মায়ের খাতায়।
উপমার একাউন্ট নং 105-101-142123
Dutch-Bangla Bank Limited
Motijheel Foreign Exchange Branch
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।