আমাদের কথা খুঁজে নিন

   

উপমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে পারি আমরা সামহয়্যান ইন ব্লগবাসীরাই।



Click This Link ই রিপোর্ট থেকে জানলাম, উপমা নামের এই মেয়েটার দুবছর বয়সেই তার হার্টে মারাত্মক রোগটা ধরা পড়েছে। হার্টে ছিদ্র হয়ে গেছে। ডাক্তাররা বলে দিয়েছেন ওপেন হার্ট সার্জারী ছাড়া তাকে বাঁচানো যাবে না। তার জন্য কমপক্ষে দরকার ৩ লাখ টাকা। আগামীকাল ভোরের কাগজ এবং সমকালে ওর সাহায্যের আবেদন ছাপা হবে।

ভালো কথা। ছাপা হোক। আসতে থাকুক ওর জন্য প্রয়োজনীয় সাহায্য। কিন্তু আমার ভাবনাটা একটু অন্যরকম। অন্যান্ন জায়গা থেকে সাহায্য আসছে, আসুক।

কিন্তু আমরা ব্লগাররা কেন থেমে থাকবো। আমারা তো একটা টীম, একটা শক্তি। আমরাই তো পারি উপমার মতো নিষ্পাপ এক কলিকে ফুলের মতো করে সুন্দর করে ফুটতে সাহায্য করতে। কিভাবে? আমরা কয়জন ব্লগার আছি এখানে? দশহাজার, বিশহাজার, ত্রিশহাজার? ধরলাম দশহাজার। এই দশহাজার ব্লগার যদি প্রত্যেকে ১০০ টাকা করে আজিজ মার্কেটের দো-তলায় লিটল ম্যাগ প্রঙ্গন যে বাক্সটা উপমার সাহায্যের জন্য রাখা আছে সেখানে গিয়ে প্রত্যেকে ১০০ টাকা করেও দিয়ে আসি তাহলে শুধু আমাদের কাছ থেকেই জমা হতে পারে দশ লক্ষ টাকা।

যদি পাঁচ হাজার ব্লগারও থাকি তবুও আমরা জমা করতে পারি পুরো পাঁচ লক্ষ টাকা। আমরা এখানে যারা আছি, আমার মনে হয়না, একশ টাকা সাহায্য করতে কারো খুব একটা কষ্ট হবে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, ঢাকার বাইরেও তো অনেক ব্লগার আছে, তারা কি করবে? ঢাকার বাইরে যারা আছেন তারা উপমার মায়ের সাথে (০১৯২৩৭৯১০৪৮) যোগাযোগ করে টাকাটা পাঠিয়ে দিতে পারেন। আর সরাসরি কেউ চেক বা একাউন্টে টাকা জমা দিতে চাইলে মিম্নের একাউন্টে জমা দিতে পারেন। হিসাবঃ ইয়াসমিন Yeasmin সঞ্চয়ী হিসাব নং ২৯৩৪৫৪২ savings A/C No.2934542 অগ্রণী ব্যাংক লিমিটেড Agrani Bank Limited আগামসি লেন শাখা Agamosi lane Branch ঢাকা।

Dhaka খুব কি কষ্ট হবে উপমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে। মনে হয় না, যদি আমাদের একটু সদিচ্ছা থাকে। এভাবে চেষ্টা করলে খুব বড় একটা তহবিল হতে পারে। চিকিৎসার পর যে অর্থ থাকবে, সেটা দিয়ে উপমার চিকিৎসা পরবর্তী সময়ে ওষুধ পথ্যের যোগান হয়ে যাবে। আমরা কিন্তু সত্যিই পারি উপমাকে সুস্থ জীবনে ফিরে যেতে সাহায্য করতে।

(ধন্যবাদ মনজুরুল হক ভাইকে। তার ব্লগ থেকেই উপমার ব্যাপারটা জানতে পারলাম এবং প্রয়োজনীয় তথ্য পেলাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.