..
আরণ্যক পড়তে গিয়ে একটা জায়গায় একটু খটকা লাগল। ওই যে ঘন অরণ্যের মধ্যে প্রথমে একজন আমিন (ভূমি জরিপকারী) কুকুর-মানবী(কুকুর কাম মানবী) দেখে পাগল মতন হয়ে গেলেন তারপর সেই একই স্থানে পুনরায় নতুন আসা পিতা-পুত্র কর্তৃক সেই কুকুর-মানবী দর্শন এবং পুত্রের অকস্মাৎ মৃত্যু , মৃতের চেহারায় আতংকের ছাপ স্পষ্ট থাকা --- এই ব্যাপারটাকে আমি যুক্তি দিয়ে খন্ডাতে চাচ্ছি। কিন্তু কিছুতেই পেরে উঠছিনা ---- আমার এই পোস্ট লেখার উদ্দেশ্য হচ্ছে এমন কারও মতামত জানতে চাওয়া যিনি একই সাথে অবিশ্বাসী এবং যুক্তিবাদী ।
নিজেকে নিরাপদ রাখার খাতিরে আগেই বলে রাখি, আমি ঠিক বিশ্বাসী নই, আবার অবিশ্বাসী হিসেবেও নিজেকে দাবী করতে পারিনা। আরণ্যক এর ব্যাপারটা আমি যুক্তি দিয়ে দেখার চেষ্টা করে কোন সন্তোষজনক উপসংহারে পৌঁছতে ব্যর্থ হয়েছি।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য , আরও একটা অতিপ্রাকৃত ব্যাপার ছিল - বুনোমহিষ দেবতা টাঁরবারোর, কিন্তু ঘটনাপ্রবাহ,যুক্তি এবং বিভূতিভূষনের নিজস্ব দৃষ্টিভঙ্গী সে সম্পর্কে কিছু যৌক্তিক চিন্তার অবকাশ রাখলেও সেই কুকুর-মানবী সংক্রান্ত ব্যাপারটার কোন যৌক্তিক সমাধান আমার মাথায় আসছেনা , যদি কেউ আরণ্যক পড়ে এই ব্যাপারটা নিয়ে ভেবে থাকেন এবং আপনার কাছে কোন গ্রহণযোগ্য উত্তর থেকে থাকে তবে অবশ্যই পোস্ট করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।