Sad Cafe
আরণ্যক
প্রস্তাবিত কংক্রিট অরণ্যে হেটে আসি কিছুদূর, আমাদের এভেন্যুমাতৃক শহরে নোঙরছেঁড়া ট্রাফিকের শীৎকার ভেসে আসে অবিশ্রান্ত কার্বন সহবাসে। ছাইরঙা শার্টগুলো বহুকাল শুষেছে আঁধার। হৃদয়ে ভেঙ্গে আসা ক্লান্তি ভেঙ্গে আসে, আ...রো ভেঙ্গে আসে। ক্যাফেইন পুনরুজ্জীবনের পর যেমন আমাদের প্রাক্তন কফিশপ।
কার্নিশে আশ্চর্য বিকেল হয়তো গুটিয়ে নেবে শরীর,
কংক্রিট অরণ্যে আমরা হাটবো কিছুদূর, আরো গহীন ধানমন্ডির দিকে।
--------------------
আন্দালীব
২০০৪ শেষার্ধ বা ২০০৫ শুরু (আনু.)
পুরানো একটা কবিতা নিবেদিত হলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।