কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম
খেদোবাবুর এঁদোপুকুরে মাছ উঠেছে ভেসে,
পদ্মমণি চচ্চড়িতে লঙ্কা দিলেন ঠেসে।
আপনি এল ব্যাকটিরিয়া তাকে ডাকা হয় নাই,
হাসপাতালের মাধব ঘোষাল বলেছিল, ভয় নাই।
সে বলে, সব বাজে কথা, খাওয়ার জিনিস খাদ্য,
দশদিনেতে ঘটিয়ে দিল দশ জনারই শ্রাদ্ধ।
শ্রাদ্ধভোজন হবে তাই কাঁচা তেঁতুল দরকার,
বেগুন মুলোর সন্ধানে ছুটল ন্যাড়া সরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।