আমাদের কথা খুঁজে নিন

   

তোমাদের এক দেহে এত মাথা! এক মুখে এতো মুখোস, এতো চেহারা!

সুন্দর সমর

সে দিন আমার হাসি হঠাৎ বন্যার মতো ঠোটের দুই কুল ভাসিয়ে দিচ্ছিলো আমি টেলিভিশনে দেখছিলাম সিনাকি রংগণের বাতচিত তখন আমি হাসতে হাসতে কাৎ চিত হয়েছি বারবার বাহারে সিনাকি নাকি সিনকি কে জানে হয়ত বিদ্যাবুদ্ধির ‘কি খান’ বাহারে গান্ধী নিয়ে কত কথাই বললেন কহিলেন আমরাও গান্ধীর পথে নামি ওভাবে নেংটি পড়তে হবে বলেছেন কিনা জানিনা। অহিংসার সুরে গান করেছেন, আচ্ছা বলুন তো সিনাকি বা সিনকি প্রয়াত গান্ধী এখন আপনাদের পরমাণুর শিং দেখে কি বলতেন? সুপ্রতিবেশীর দাবিতে বন্ধুত্বের বাতাসা বিলিয়ে পাকিস্তানকে হটিয়ে পূর্ব সীমান্ত নিরাপদ করে দেয়ার অধিকারে আমার নদীর পানি আমাদের ছিটমহলগুলো কিছুই পেলাম না। কেবল বেহাত হলো আমাদের কিছু ছিট মহল সেই বন্ধুত্বের উদার শিকলের হাতে বান্ধা পড়েছে আজ আমাদের ডিজিটাল দেশ পেয়েছি ফারাক্কা বাধ, পাবো টিপাইমুখের মস্ত বাধ! হ্যা গান্ধী এ সব দেখে কি বলতেন বলবেন কি ‘কি খান’ সিনাকি বা সিনকি! নাকি বিজয় লক্ষী পন্ডিতের সাথে আসিফ আলীর বিবাহ সে ভাবে ভজঘট করে দিয়েছিলেন একই ভাবে অভিন্ন নদীর পানি-ডাকাতিতে গান্ধী মৌন ব্রতে মগ্ন থাকতেন! জানিনা, শুধু জানি সরজোনী নাইডুর সেই স্বর্ণ ময় বাণী – গান্ধীকে দরিদ্র অবস্থায় রাখতে কংগ্রেসের বিপুল ব্যয়ের কথা কোনো দিনও কেউ জানবেন না। হায় সিনাকি নাকি সিনকি তোমাদের এক দেহে এত মাথা! এক মুখে এতো মুখোস, এতো চেহারা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.