আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপাইনের একটি সত্য ঘটনা শেয়ার করছি ছবি সহ......

কি লিখি তোমায়

ঈদ ও পূজোর ছুটিতে আনন্দ করুন সব খানে রাস্তা-ঘাটে, সাগরে, নদীতে, পুকুরে, পাহাড়ে, বাসায় তবে সাবধানে ....... আমি ফিলিপাইনের একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি (সচিত্র) ... অতি উৎসাহি দুই কিশোরের করুণ পরিনতি .... আনন্দ কি ভাবে বেদনায় পরিনত হয় ... শান্ত ও সুন্দর ঝর্ণার থেকে পানি পরছে ২৫ফিট উচ্চতা থেকে নিচে একটি বাশের ভেলা ভাসছে... এই দুই ছেলে সাতার কাটছিল ও ভেলায় ভাসছিল .... ঝর্ণার খুব কাছে... ঝর্ণার নিচে ফাকা জায়গা আছে, দুই ছেলে অতি উৎসাহি হয়ে সেখানে গেলো .. ঝর্ণার যে খান দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানের হাটু পানি, ছবিতে পিকনিক টেবিল লক্ষ করুন যাহা পরে দেখানো হবে... হঠাৎ প্রকৃতি তার রূদ্র রূপ ধারন করে, খুব জোরে শব্দ করে পানি প্রবাহীত হচ্ছিল, ঐ দুই ছেলের পালাবার কোন আর পথ নেই, চিত্র গ্রহক ছবি তুলে চলছে এই বিশ্ষয়কর ঘটনার ... ৩০ সেকেন্ড পরে এই ছবি তুলা হয়.... সেই সময়ে আর একটি ছবি সেই পিকনিক টেবিলের .... পানি তখনো বাড়ছিল.... পানি ছিল মাটি, গাছ-পালা, বাশ ও আরো অনেক কিছুর মিশ্রনে পূর্ন এবং খুব জোরে শব্দ করে প্রবাহীত হচ্ছিল, তখনবহু লোকজন অপেক্ষায় ছিল ঐ দুই ছেলের ভাগ্যে কি ছিল তা জানার অপেক্ষায়... ঘন্টা খানেক পরে, এটাই শেষ ছবি তোলা হয়েছিল, তখনো জানাযাইনি হতভাগা ঐ দুই ছেলের ভাগ্যে কি হয়ে ছিল....এবং যিনি ঐ দূর্লভ ছবি তুলেছেন তিনি ঐ স্থান ত্যাগ কররেন.... যিনি ঐ দূর্লভ ছবি তুলেছেন তিনি ম্যাসেজ রেখে এসেছিলেন "ঐ দুই ছেলের ভাগ্যে কি হয়ে ছিল" তা যেন তাকে email জানানো হয়. যিনি ঐ দূর্লভ ছবি তুলেছেন তিনি ৪০টি email পান লোকাল ও যারা ঐ দুই ছেলেকে চিন্তো.."ঐ দুই ছেলের লাশ পাওয়া যায় ৫কিলো মিটার দূরে, ৫০হাজারের ও বেশী লোক এই email দেখেছে ও একই ধরনে দুর্ঘটনা শেয়ার করেছে ... ১৯৮৮ সালে বান্দরবনের চিম্বুক পাহাড়ের শ্রইলো প্রপাতে চট্রগ্রাম কলেজের ৩ ছাত্রী ও ১ ছাত্র পিকনিক করতে গিয়ে মারা যায়, তারা হাটু পানিতে হাঠছিল মাত্র ...। অতি উৎসাহি হয়ে কিছু করবেন না, যা পরে বড় বিপদ হয়ে দাড়াতে পারে আপনার ও আপনার পরিবারের সকলের জন্য.... আরো .... Click This Link সকলকে ঈদ ও পূজোর শুভেচ্ছা, সকল ভালো থাকে এই কমনায় ...। উৎস:নেট

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.