দেশটিতে গত শুক্রবার এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ এ ঘূর্ণিঝড়ে অন্তত দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কারো কারো ধারণা, মৃতের সংখ্যা আরো বেশি।
জাতিসংঘের হিসাবমতে, ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৬৭৩,০০০ মানুষ।
কয়েকটি দেশ এরই মধ্যে দুর্গত মানুষের জন্য ত্রাণকাজের সহায়তায় জাহাজ পাঠিয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ত্রাণ বিতরণে বিঘ্ন ঘটছে।
ত্রাণ অভিযানের প্রধান হিসাবে ম্যানিলায় পৌঁছেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ তৎপরতা বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল ভ্যালেরি আমোস।
তিনি বিবিসিকে জানিয়েছেন, দুর্গত এলাকার মানুষ সাহায্যের জন্য মরিয়া হয়ে আছে। তাদের খাবার, পানি, আশ্রয় এবং সুরক্ষা দরকার।
এর জন্য তহবিল সহায়তার আবেদন জানিয়ে আমোস বলেন, জাতিসংঘ ফিলিপাইন সরকারের পাশে থেকে কাজ করে যাবে। দাতারা উদার হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাতিসংঘ ইতোমধ্যেই দুর্গত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে ২ কোটি ৫০ লাখ ডলার সাহায্য দিয়েছে।
ফিলিপাইনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন এরই মধ্যে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবের “হৃদয়ভাঙা দৃশ্য” আমরা সবাই দেখেছি বলে মন্তব্য করেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।