আমাদের কথা খুঁজে নিন

   

সহমত! সহমত! সহমত!

FB -- nahid.djmc@gmail.com

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছন, "ক্রসফায়ার বলতে কিছু নেই। ক্রসফায়ার নিয়ে যেসব কথা বলা হয়, তা সঠিক নয়৷" Click This Link না ভাই। এখন আর কষ্ট পাই না এসব কথা শুনলে। কারন স্বপ্ন দেখা ভুলতে শুরু করেছি। দিন বদলের দিনের প্রতীক্ষায় আর নিজের ঘুম নষ্ট করিনা।

বাস্তবতাকে মেনে নিতে শিখেছি। বুঝে নিয়েছি, যা বুঝে নেয়ার। বুঝে নিয়েছি, আমাদের মন্ত্রীরা আমাদের অনেক ভালোবাসেন। আর তাই তো হাসিনা হোক, খালেদা হোক আর মইন এর যুগ হোক, দিনে রাতে অন্তত ৬ ঘন্টা ইলেকট্রিসিটি থাকেনা আমাদেরই দোষে (কারন, আমরা সাধারন জনগন ভাত এর বদলে খাই কারেন্ট)। অথচ দেখুন আমাদের মন্ত্রীরা কত ভালো।

তারা কি একবারো আমাদের দোষ দিয়েছেন? বারবার দোষ দিয়েছেন, আগের নেতৃত্বের। ধন্যবাদ হে বিদ্যৎমন্ত্রীরা, এই অর্বাচীন উজবুক বাঙালীদের সহজাত হাভাতের ন্যায় বিদ্যুতসেবনের দোষ না দেয়ার জন্য। বুঝে নিয়েছি, দেশে আর বেকারত্ব থাকবেনা। প্রতিটা পরিবার হতে অন্তত একজন কাজ পাবে। এই যেমন আজ আমি কাজ পেলাম।

হরতাল করলাম। সাথে পিকেটিং। দারুন সময় কাটলো। মনে হল অবশেষে দেশের জন্য কিছু করলাম। ধন্যবাদ সরকার, এই অসামান্য সুযোগ এই অকাজের জাতিকে করার সুযোগ করে দেয়ার জন্য।

ধন্যবাদ মাননীয় মন্ত্রী, সাংসদরা। আপনাদের বিচক্ষনতার কি আর শেষ আছে? নেই বলেই তো আমরা আজ দুইটা খেয়ে পড়ে বাচঁতে পারছি। হয়তো ২/১ জায়গায় ঘাপলা করে ফেলেছি। টেন্ডার নিয়ে একটু আধটু এদিক-ওদিক করে ফেলেছি। কিন্তু কি করবো বলেন? দেশ তো আজ আমাদের হাতে ছাড়া কারো হাতেই নিরাপদ না।

আর তাইতো সব কাজ নিজেরাই নিচ্ছি, যেন জনগনের কাছে সঠিক সেবাটা পৌছে দিতে পারি। এজন্য চিনির দাম যদিও ৬০টাকা হয়েছে। কিন্তু এ কতটা আর খুব বেশী? সারা দেশের সিকিউরিটির দায়িত্ব আমাদের। চার্জটা তো নিতে হবে অন্তত। নাকি? যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আপনার যে এখনো্ কাজ শুরু করেননি এটা যে কতটা বিচক্ষনতার পরিচয় দিয়েছেন তা প্রতিবার প্যান্ট এর বেল্ট লাগানোর সময় টের পাই।

হয়তো ভাবছেন, এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! যুদ্ধাপরাধের সাথে প্যান্টের বেল্টের কি সম্পর্ক আবার!! আছে ভাই আছে। ইস্যুটা টিকিয়ে রাখতে হবেনা? তা না হলে পরের ভোটে কি দিয়ে জিতে আসবো? চোখের সামনে যদিও চিহ্নিত অভিযুক্তরা আছেন। তবুও তাদের বিচার শুরু করা যাবেনা। স্বাধীনতার রক্তের ইতিহাসের সত্যটাকে পাশ কাটিয়ে আর ব্যবহার করে নির্বাচনে আরেকবার জিততে পারলে আর কি লাগে? টাকা আর টাকা। আজ গরুর ভুনা তো কাল খাসির রেজালা।

বেল্টটা আর আটছেনা ভাই। নতুন বেল্ট কিনতে হবে। ভাই আনু, আপনাকে বলছি। দেশে এখন দিন বদল চলছে। মইন-খালেদা-এরশাদের আমলের "হরতাল" দিয়ে কি আর মাঠ গরম করা যাবে? কখনোই না।

আসুন আলোচনা করি। সংসদের সামনে অনেক খালি জায়গা পড়ে আছে। চলে আসুন না একদিন। আমাদের মন্ত্রী-সাংসদরা অনেক ভালো। অনেক উদার।

উনারা আপনাদের সাথে আলোচনার জন্য বসে আছেন। প্রতীক্ষা করছেন। দেখেন না, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কত ফাকা জায়গা। কেন? কারন আপনার যেন এসে আলোচনা করতে পারেন তাই। দেখছেন না, আলোচনা দিয়ে বিডিআর সমস্যার কত চমৎকার একটা সমাধান হয়ে গেল।

তবুও আপনার কিছু শিখলেন না। আজব!!!! পরিশেষে যা দিয়ে শুরু করেছিলাম। দেশে ক্রসফায়ার বলে কিছূ নেই। আলবৎ নেই। কখনো ছিলও না।

দেশে সবাই ন্যায্য বিচার পাচ্ছে। বিচার বহির্ভূত কোন মৃত্যু হচ্ছেনা। আমরা অনেক সুখে আছি। বিশ্বাস করুন। আমরা অনেক সুখে আছি।

(আমার নিজের খুব প্রিয় একটা পোস্টের লিংক দিলাম। পোস্ট টা আমার নিজেরই লেখা। কিন্তু ওটা আমার নিজের ২নং পেজে চলে যাওয়ায় চোখে পড়েনা তেমন। তাই এখানে লিংকটা Click This Link দিলাম। সময় হলে পড়বেন।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.