সমাজের প্রয়োজনকে ঘিরে যার জীবন আবর্তিত সেই তো প্রকৃত মানুষ
নিম্ন মাধ্যমিক শ্রেণীর পাটিগণিতের একটি প্রশ্ন এরকম:
'একটি পাত্রের মিশ্রণে পাউডার দুধ ও পানির ওজনের অনুপাত ৫ ঃ ৬। অপর একটি পাত্রের মিশ্রণে পানি ও চিনির ওজনের অনুপাত ৭ ঃ ৪। দুইটি পাত্রের মিশ্রণ একত্র করলে দুধ, পানি ও চিনির ওজনের অনুপাত কত হবে ?'
এর উত্তর উক্ত বইয়ে দেওয়া আছে ৩৫ ঃ ৪২ ঃ ২৪।
আমার মতে প্রদত্ত উত্তরটি ভুল। এর সঠিক উত্তর হবে ৫ ঃ ১৩ ঃ ৪।
কারণ, প্রদত্ত প্রশ্নে প্রথম পাত্রে চিনি এবং পরের পাত্রে দুধ আছে এমন কথা উল্লেখ নেই। তাই দু'টি পাত্রের মিশ্রণ একত্র করলে দুধ আর চিনির পরিমাণ বা অনুপাত বৃদ্ধি পাবে না। শুধু পানির পরিমাণ বা অনুপাত বৃদ্ধি পাবে। যেহেতু দু'টি পাত্রেই পানি আছে।
আর যদি বইয়ে প্রদত্ত উত্তরটি সঠিক ধরা হয়, তা হলে প্রশ্নটির ভাষা পরিবর্তন করতে হবে।
সে ক্ষেত্রে পাত্র দু'টি নয়, একটি ধরতে হবে এবং একটি পাত্রেই তিনটি উপাদানের (দুধ, পানি ও চিনি) মিশ্রণ আছে বলে ধরে নিতে হবে। তখন প্রশ্ন হবে এরকম:
দুধ, পানি ও চিনি মিশ্রিত একটি পাত্রে দুধ ও পানির ওজনের অনুপাত ৫ ঃ ৬ এবং পানি ও চিনির ওজনের অনুপাত ৭ ঃ ৪। পাত্রটিতে দুধ, পানি ও চিনির ওজনের অনুপাত কত হবে ?
এ ব্যাপারে ব্লগারেদর মতামত চাই।
(লেখাটিতে বিসর্গ বর্ণকে অনুপাতের চিহ্ন হিসাবে দিয়েছি, কিন্তু ঠিকমতো আসছে না। আমার মতে কোলন [:] কে অনুপাতের চিহ্ন হিসাবে দেওয়া উচিত নয়)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।